করোনা ঠেকাতে স্বাস্থ্য বিভাগের তৎপরতায় হাসপাতালে নয়া বিভাগ

0
74

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

চীন সহ অন্যান্য দেশে হানা দেওয়ার পর এবার ভারতবর্ষেও ক্রমেই বেড়ে চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত দেশে ৩১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

Raiganj College Hospital | newsfront.co
স্বাস্থ‍্য ভবনের তৎপরতায় হাসপাতালে নয়া বিভাগ। নিজস্ব চিত্র

করোনা ভাইরাসে কেউ আক্রান্ত হলে তাঁদের চিকিৎসা যেন দ্রুত শুরু করা যায় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগ। এরই ফলস্বরূপ শুক্রবার থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালেও চালু হল আইসোলেশন ওয়ার্ড।

আরও পড়ুনঃ করোনা রুখতে সুপার স্পেশালিটি হাসপাতালে তৈরী হল আইসোলেশন ওয়ার্ড

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন সন্দেহজনক রোগীদের জন্যই মূলত আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা। এ প্রসঙ্গে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সূত্রে খবর, চারতলার পুরুষ মেডিসিন ও পাঁচতলার মহিলা মেডিসিন বিভাগে পৃথক দুটি ঘরে একটি শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড এদিন থেকে চালু করা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহজনক কোনও রোগী মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে অথবা বহিঃবিভাগে এলেই ওই দুই ওয়ার্ডে রোগীকে কিছুক্ষণ ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা করা হবে।

তবে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে এই রোগ নির্ণয়ের পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় উন্নত চিকিৎসার জন্য এরপর রোগীকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হবে৷ এদিকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যবহারের জন্য প্রয়োজনীয় এন-৯৫ মাস্ক চাওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের কাছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here