সৃজিত-শিলাজিতের মান-অভিমান কি মিটতে চলেছে?

0
64

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘X= Prem’। ছবির নাম নিয়ে বিতর্কে জড়িয়েছেন পরিচালক সৃজিত মুখার্জি। কারণ এই নামে একটি জনপ্রিয় গানের অ্যালবাম রয়েছে। আর সেটি এনেছিলেন প্রখ্যাত গায়ক শিলাজিত মজুমদার। ‘এক্স একুয়ালসটু প্রেম ধরে নিয়ে কষতাম’- এই গান আজও সঙ্গীত প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই নাম নিয়েই আসন্ন ছবির নাম রাখায় সৃজিতের উপরে চটেছিলেন শিলাজিত।

X equals to prem | newsfront.co
কোলাজ চিত্র

সূত্রের খবর রাগ, মান-অভিমানের পালা মিটে যাওয়ার পথে। বুধবার রাতে সৃজিত তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে শিলাজিতের সঙ্গে তাঁর দেখা করার কথা বলেন। একইসঙ্গে তাঁর কাছে বকুনি খাওয়া এবং আশীর্বাদ পাওয়ার কথাও জানান তিনি।

Srijit Mukherjee | newsfront.co
সৌজন্যেঃ সৃজিত মুখার্জির ফেসবুক

আরও পড়ুনঃ বিয়ার গ্রিলসের হাত ধরে ওয়েবে পা রাখছেন বলিউডের খিলজি, সঙ্গী অ্যাডভেঞ্চার

তাহলে কি মান অভিমান আর অভিযোগের পালা মিটল? জানা যাবে ১ জুলাই রাতে। এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে এমনটাই বলেছেন শিলাজিত। তাঁর যা বলার ১ জুলাই রাত আটটায় লাইভে জানাবেন তিনি। এবার অপেক্ষাই সম্বল। দুজনের মধ্যেকার মান অভিমান মিটল? নাকি বহাল রইল? নাকি অন্য কোনও চমক আসতে চলেছে দুজনের তরফে সেটাই দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here