রাকেশ সিংয়ের উপর দোষ চাপালেন মাদক কাণ্ডে ধৃত বিজেপি নেত্রী

0
72

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

pamela goswami | newsfront.co
ছবিঃ ফেসবুক

নিজের দলের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ মাদক মামলায় ধৃত বিজেপি-র যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামীর। শনিবার আলিপুর আদালতে তাঁকে হাজির করানো হয়। ওই সময় পামেলা এ রাজ্যের বিজেপি-র পর্যবেক্ষক তথা কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হন। তিনি বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। আমি চাই সিআইডি তদন্ত হোক। কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিং যেন গ্রেফতার হয়। আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে।”

যদিও পামেলার এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ রাকেশ সিং। পামেলার এই মন্তব্যের পর রাকেশও পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তাঁর দাবি, “পামেলাকে চাপ দিয়ে এ সব বলানো হচ্ছে। আমি ওকে একবার মাত্র দেখেছি।”

আরও পড়ুনঃ কোকেন-সহ গ্রেফতার রাজ্য যুব মোর্চার সদস্যা

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “বিজেপির একাধিক নেতাকে এর আগে মিথ্যে মাদকের মামলায় ফাঁসানো হয়েছে। হতে পারে পামেলা গোস্বামীর ঘটনাটাও সেরকমই। তদন্তের দাবি জানাচ্ছি। দোষ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তেমনই দোষ প্রমাণিত না হলে পামেলার পাশে দাঁড়িয়ে যতদূর যেতে হবে যাব।” কার্যত একই সুর বিজেপির অন্যান্য নেতাদের গলায়ও। প্রত্যেকেই দাবি করেছেন, ঘটনার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here