পুলিশ হয়েও বাড়ি না ফিরে পাঁচ জনকে যেতে হলো কোয়ারেন্টাইনে

0
44

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন অমান্য করলে নিস্তার নেই পুলিশেরও। তেমনই ঘটনার সাক্ষী থাকল উত্তর দিনাজপুরের ইটাহার। লকডাউনকে উপেক্ষা করেই কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন কলকাতা পুলিশের একজন কনস্টেবল ও চারজন হোমগার্ড। ইটাহার থানার পুলিশের নজরে আসতেই তাঁদের পত্রপাঠ পাঠিয়ে দেওয়া হল কোয়ারেন্টাইন সেন্টারে।

Itahar Police station | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, গোটা উত্তর দিনাজপুর জেলা এখনও পর্যন্ত করোনা মুক্ত রয়েছে। তবে এখন পর্যন্ত যাঁদের লালারস নমুনা পরীক্ষা করা হয়েছে, তাঁদের প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে। ফলে বহিরাগত কেউ জেলায় ঢুকে যাতে করোনা সংক্রমণ ছড়াতে না পারে, তার জন্য সবসময় সতর্ক রয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ লকডাউনে এলাকার মানুষদের সচেতনতায় পথ চিত্র অঙ্কন বিজ্ঞান-যুক্তিবাদী সংস্থার

তাই জেলার প্রতিটি সীমান্ত এলাকায় রয়েছে রীতিমতো কড়া নজরদারি। শনিবার সকালে এরকমই নজরদারি চালাতে গিয়ে পুলিশ আটক করে পাঁচ যুবকের একটি দলকে। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে, তাঁদের একজন কলকাতা পুলিশের কনস্টেবল ও বাকি চারজন কলকাতা পুলিশের হোমগার্ড পদে কর্মরত। এই লকডাউনের মধ্যে কোনও ভাবে ছুটি ম্যানেজ করে তাঁরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে তাঁরা এই জেলারই বাসিন্দা।

কিন্তু লকডাউনের আইনি প্যাঁচে ও করোনা সতর্কতার জেরে তাঁদের আর সরাসরি বাড়ি যাওয়া হল না। ইটাহার থানার পুলিশ তাঁদের প্রথমে নিয়ে যায় স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পর পাঠিয়ে দেওয়া হয় সোজা কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে করোনা মোকাবিলায় সতর্কতা মূলক ব্যবস্থার জন্য আপাতত ১৪ দিন সেখানেই থাকতে হবে তাঁদের।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here