মনিরুল হক, কোচবিহারঃ
টেবিলের উপর সাজানো সারি সারি মদের বোতল, সিগারেটের প্যাকেট, প্লেটে সাজানো মাছ ভাজা, শুধু তাই নয় টেবিলের উপরে পরে রয়েছে কন্ডোমের প্যাকেট। না এটা কোন বারের টেবিল নয়। এটা একটা কলেজের প্রিন্সিপ্যালের টেবিলের। হ্যা ঠিকই পড়েছেন আজ এমনই চিত্র ধরা পড়েছে কোচবিহারের তুফানগঞ্জ আইটিআই কলেজের প্রিন্সিপ্যালের রুমে। আর সেই ভিডিও ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়।
ওই কলেজের পড়ুয়াদের অভিযোগ, মাঝে মধ্যেই প্রিন্সিপাল কলেজের ভিতরে মদ্যপান করেন। এদিনের ঘটনা কথা জানার পর ছাত্ররা হাতেনাতে ধরে ফেলে। বিষয়টি মহকুমা শাসকেও জানাও হয়েছে। ওই অভিযোগের ভিত্তিতে কলেজের অধ্যক্ষ উইলিয়াম সোরেনকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সকালে যখন চোখ খোলে,তখন শুরু করি, রাতে চোখ বোজার আগে পর্যন্ত খাই। এটা আপনাদের কাছে মদ হতে পারে। কিন্তু এটা আমার কাছে পরিশ্রুত মিশ্র ফলের নির্যাস। আমার খাদ্য তালিকার মধ্যে পড়ে মদ।”
এদিকে অধ্যক্ষের রুমের ভিতরে মদ্যপানরত অবস্থার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুনঃ ছাত্রবিক্ষোভ এর জেরে পাঁচ ঘন্টা কলেজবন্দি শিক্ষক শিক্ষিকা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584