আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি

0
92

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আবহে ২০২০-২১ অর্থবর্ষের জন্য ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হলো ১৫ ফেব্রুয়ারি, বুধবার এমনটাই জানিয়েছে অর্থমন্ত্রক। সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্স (CBDT) জানিয়েছিল, ৩০ নভেম্বর থেকে আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর করা হয়েছিল।

ITR File submit | newsfront.co

এবার সেই সময়সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। করোনা সংক্রমণ আটকাতে চলতি বছরের মার্চ মাসের শেষের দিক থেকে দেশজুড়ে জারি হয়েছিল লকডাউন। তারপর থেকে এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি পরিস্থিতি। করোনা মোকাবিলায় লড়াই করছে গোটা দেশ।

আরও পড়ুনঃ হিংসার রাজনীতি-বিভাজন-ধর্মীয় ঘৃণার কেন্দ্র উত্তরপ্রদেশ, যোগীকে চিঠি শতাধিক আমলার

লকডাউনের জেরে আর্থিক কার্যকলাপ প্রায় স্তব্ধ ছিল। বন্ধ ছিল অন্যান্য কাজও। তবে আনলক পর্যায়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে দেশ। এই পরিস্থিতিতে আগেই ২০১৮–১৯ আর্থিক বছরের আয়কর জমা দেওয়ার সময়সীমা তিনবার বাড়িয়েছিল কেন্দ্র। শেষ সময়সীমা ছিল ৩০ সেপ্টেম্বর, ২০২০।

আরও পড়ুনঃ লন্ডন ফেরত যুবকের সংস্পর্শে ৫৯০ জন, রাজ্যকে চিঠি স্বাস্থ্যমন্ত্রকের

এরই মধ্যে বছর শেষে নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাসের নতুন স্ট্রেন। যার প্রাদুর্ভাব শুরু হতেই দেশের দৈনিক সংক্রমণ একধাক্কায় বেড়ে গেল প্রায় ৪ হাজার। যদিও, এখনও পর্যন্ত সংখ্যাটা নিয়ন্ত্রণের মধ্যেই।

মঙ্গলবার দেশের করোনা আক্রান্তের সংখ্যা ছিল গত ৬-৭ মাসের মধ্যে সর্বনিম্ন। যার ফলে বুধবার সংখ্যাটা অনেকটা বাড়লেও, সার্বিকভাবে তা নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজারের কিছু বেশি মানুষ, তবে, এই একই সময়ে সুস্থ হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ। যা স্বস্তি দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রককে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here