টেট পরীক্ষায় ‘প্রশ্ন ভুল’ মামলায় প্রাথমিক বোর্ড সভাপতিকে জরিমানার নির্দেশ হাইকোর্টের

0
66

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

টেটে ‘প্রশ্ন ভুল’ মামলায় রাজ্যের প্রাথমিক বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়ার পাশাপাশি আদালত আরও জানিয়েছে, নিজের পকেট থেকে সাত দিনের মধ্যেই ১৯ জন মামলাকারীকে ২০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে বোর্ড সভাপতিকে। হাইকোর্টের নির্দেশে খুশি মামলাকারীরা।

Calcutta HC

শুধু তাই নয়, এদিন আদালত আরও জানিয়েছে, ওই মামলাকারীদের প্রাপ্ত নম্বর দিতে হবে। তাঁরা যদি পাশ নম্বর পেয়ে থাকেন তবে তাঁদের টেট সার্টিফিকেটও দিতে হবে। তার পর ইন্টারভিউ নিয়ে চাকরিও দিতে হবে।

ঘটনাটি ২০১৪ সালের। ওই বছর টেট পরীক্ষার পর পরীক্ষার্থীদের একাংশ কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেইসময় তাঁদের অভিযোগ ছিল, টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল ছিল। সেই মামলা চলাকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি ছিলেন সমাপ্তি চট্টোপাধ্যায়। বিশেষজ্ঞদের নিয়ে বিশ্বভারতীকে একটি প্যানেল তৈরি করার নির্দেশও দিয়েছিলেন তিনি। এরপরই ওই ছ’টি প্রশ্ন খতিয়ে দেখেন তাঁরা। পরবর্তীতে বিশেষজ্ঞরা জানান, ওই ৬টি প্রশ্নই ভুল ছিল।

আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে কালো পতাকা-গোব্যাক স্লোগান, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

২০০৮ সালের ৩ অক্টোবর বিশেষজ্ঞদের এই তথ্যের ভিত্তিতেই আদালত নির্দেশ দেয়, টেট পরীক্ষায় যাঁরা ওই ৬ টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন তাঁদের প্রত্যেককে নম্বর দিতে হবে। কিন্তু এরপরও পর্ষদ, হাইকোর্টের এই নির্দেশ পালন করেনি। সেই কারণে ৬টি প্রশ্নের নম্বর দেওয়ার দাবিতে ১৯ জন পরীক্ষার্থী পর্ষদে যান। অভিযোগ, সেখানে তাঁদের সহযোগিতা তো দূরের কথা, উল্টে হেনস্থা করা হয়। এরপর ওই ১৯ জন পরীক্ষার্থী ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন।

আরও পড়ুনঃ ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার তদন্তে সিটের চেয়ারম্যান হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি

শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। রাজ্যের প্রাথমিক বোর্ডের কাছে বিচারপতি জানতে চান, আদালতের নির্দেশ সত্ত্বেও কেন সেই নম্বর দেওয়া হয়নি। ‘প্রশ্ন ভুল’এর ঘটনা মামলাকারীদের হেনস্থা করার সমান বলেও এদিন মন্তব্য করেন বিচারপতি। এরপরই রাজ্যের প্রাথমিক বোর্ড সভাপতি মানিক ভট্টাচার্যকে জরিমানা দেওয়ার নির্দেশ দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here