Philippines: ৮৫ জন যাত্রী নিয়ে ফিলিপিন্সে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

0
68

মোহনা বিশ্বাস,ওয়েব ডেস্কঃ

ফিলিপিন্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রবিবার একটি C-130 সেনা বিমান ভেঙে পড়ল দক্ষিণ ফিলিপিন্সে। বিমানে অন্তত ৮৫ জন সেনা ছিল। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা গিয়েছে। দুর্ঘটনার কবলে পড়া এ সি-১৩০ সামরিক বিমানটিতে ৮৫ জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে।

Philippines plane crash
ছবি: টুইটার

সূত্রের খবর, স্থানীয় সময়ে সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি হয়। বিমানটি ফিলিপিন্সের সুলু এলাকার জোলো পোর্টে অবতরণ করার কথা ছিল। অবতরণের সময়ই ঘটে যায় এই অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে সেনা বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে। এরপরই আগুন লেগে যায় বিমানে। জ্বলন্ত বিমান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে সরিয়ে নিয়ে গেলেও বাকিদের এখনও উদ্ধার করা যায়নি।

এদিকে ঘটনা প্রসঙ্গে ফিলিপিন্সের সামরিক বাহিনীর প্রধান সারসিলিতো সোবেয়ানা বলেন, “উদ্ধার কাজ জারি রয়েছে। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্যক্তিদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা প্রার্থনা করি, যেন আরও বহু জীবনকে বাঁচানো সম্ভব হয়।’’

আরও পড়ুনঃ সমুদ্রের জলে জ্বলল আগুন

জানা গেছে, বিমানের অধিকাংশ যাত্রীই সেনা প্রশিক্ষণ সম্পূর্ণ করে ফেলেছিলেন। তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ ফিলিপিন্সে এক যৌথ বাহিনীর অংশ হওয়ার জন্য। ওই মুসলিম প্রধান এলাকা জঙ্গি অধ্যুষিত। সেই কারণেই এই অঞ্চলে ভারী সংখ্যায় সেনা মোতায়েন করা থাকে। তাদের দলে যোগ দিতেই আনা হচ্ছিল বিমানে থাকা ওই সেনাদের। আর তখনই ঘটে গেল এই ভয়াবহ দুর্ঘটনা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here