মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
করোনা পরিস্থিতির জেরে নাজেহাল দেশবাসী। করোনা আবহে সিনেমাহলগুলিও বন্ধ রয়েছে। এখন ওটিটিতেই অভ্যস্থ হয়ে গিয়েছে দর্শক। অধিকাংশ সিনেমাই এখন অনলাইনে মুক্তি পাচ্ছে। এই দুঃসময়ে একমাত্র উন্নততর প্রযুক্তিই পারে দর্শকদের হলমুখী করতে। এই বিষয়টি অক্ষয় কুমার অভিনীত ছবি ‘বেল বটম’-এর নির্মাতারা ভীষণভাবে উপলব্ধি করতে পেরেছে বিষয়টি।
তাই এই ছবিটিকে নিয়ে অন্য এক স্তরে পৌঁছনোর সিদ্ধান্তে পৌঁছেছেন নির্মাতারা। রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ ছবিটি এখন থ্রি-ডি রূপে আসছে দর্শকের দরবারে। নতুন রূপে ছবিটি মুক্তি পেতে চলেছে, যাতে ছবিটি সিনেমাহলে গিয়ে পুরোপুরিভাবে উপভোগ করতে পারেন দর্শকরা।
আরও পড়ুনঃ সদ্য অ্যামাজন প্রাইমে মুক্তি পেল ‘তুফান’, রিভিউ দিলেন স্বয়ং শাহরুখ খান
সূত্র মারফৎ জানা গিয়েছে, সিনেমার প্রযোজকরা এমন এক সময়ে বক্সঅফিসের সম্ভাবনা সর্বাধিক করার সিদ্ধান্ত নিয়েছেন যখন প্রেক্ষাগৃহগুলো অস্তিত্ব সংকটের সম্মুখীন হয়েছে। অক্ষয় কুমার অভিনীত প্রথম থ্রি-ডি বলিউড ছবি হতে চলেছে ‘বেল বটম’। তবে এর আগে রজনীকান্ত-অক্ষয় অভিনীত তামিল ছবি ‘২.০’ও ছিল থ্রি-ডি ছবি। এ বিষয়ে ছবির পরিচালক রঞ্জিত তিওয়ারি এবং প্রযোজক নিখিল আদভানি কিছু নিশ্চিত করেননি।
আরও পড়ুনঃ ভাস্বর পরিচালিত শর্টফিল্ম ‘লেটস টক’ মনোনীত হল ব্রিটেনের ‘ফার্স্ট টাইম ফিল্ম মেকার ফেস্টিভ্যাল’-এ
অক্ষয় কুমার অভিনীত ‘বেলবটম’ রিলিজ করছে ওটিটিতেই। একসময় খবরের শিরোনামে কথাই উঠে এসেছিল। কিন্তু সদ্যই এই খবরের সত্যতা সম্পূর্ণ অস্বীকার করেছে ছবির প্রযোজনা সংস্থা পূজা এন্টারটেইনমেন্ট। ওই প্রযোজনা সংস্থার তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, এই ছবির রিলিজ নিয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেননি তারা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584