পিয়ালী দাস, বীরভূমঃসুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে দিব্যি গাড়ির সামনে দুটি এবং মাথায় ফ্লাশ লালবাতি জ্বালিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র চষে বেড়ালেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। বুধবার সকাল থেকে নলহাটি থানার বাঁধখালা গ্রামে কংক্রিটের একটি জানাজা(ইসলামে অন্ত্যেষ্টিকালের নমাজ) শেডের উদ্বোধন করেন তিনি।২৮ লাখ টাকা ব্যয়ে ওই জানাজা শেড তৈরি করেছে শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েত।বিকেলে একই পঞ্চায়েতের বেড়াশিমূল গ্রামে একটি সংস্কৃতি মঞ্চের উদ্বোধন করেন তিনি।সব জায়গাতেই গাড়িতে লালবাতি লাগিয়ে হুটার বাজিয়ে সভাস্থলে যান সাংসদ।সঙ্গে ছিল দুটি পাইলট গাড়ি এবং আরও একটি পুলিশের গাড়ি।
এনিয়ে প্রশ্ন করা হলে সাংসদ সরাসরি বলেন, “আমার ইচ্ছে হয়েছে তাই লাগিয়েছি। আপনাদের যা ইচ্ছে হয় লিখুন।”
জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, “সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে তা সকলের মেনে চলা উচিত।সেই নির্দেশে যাঁদের যাদের নাম রয়েছে, তাঁরাই লালবাতি ব্যবহার করতে পারবেন। আমি খোঁজ নিয়ে দেখছি।”
বিজেপির রাজ্য কমিটির সদস্য সমীরণ সাহা বলেন, “ওই দল রাজ্যে “তুঘলকি রাজ” চালাচ্ছে।ওরা মুখে আইন আইনের পথে চলবে বললেও,আইন মানে না।আইন অমান্য করা ওদের ট্র্যাডিশন। অথচ বিরোধী দলের নেতা, কর্মী ও সমর্থকদের মিথ্যা মামলায় জেলে ভরছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584