নিউজফ্রন্ট, ওয়েব ডেস্কঃ
টুইটে রূপান্তরকামের বিরোধীতা করায় নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয় জেকে রাউলিংকে। সম্প্রতি ডেভেক্স নামে এক ম্যাগাজিনে রূপান্তরকাম বা ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা প্রতিবেদন লেখেন হ্যারিপটার স্রষ্টা। সেই প্রতিবেদনের কিছুটা সারাংশ টুইট করেছেন রাউলিং।
“যাঁদের ঋতুস্রাব হয়”, এটাই ছিল জেকে-র টুইটের বিষয়। সেই টুইটে তিনি লেখেন, “যাঁদের ঋতুস্রাব হয়, তাঁদের জন্য নিশ্চই কোনও শব্দ আছে। আমি নিশ্চিত। হয় সেটা উম্বেন? নয় উইমপুন্ড? কিংবা উমাড? কেউ আমাকে সঠিক বলে সাহায্য করুন।”
‘People who menstruate.’ I’m sure there used to be a word for those people. Someone help me out. Wumben? Wimpund? Woomud?
Opinion: Creating a more equal post-COVID-19 world for people who menstruate https://t.co/cVpZxG7gaA
— J.K. Rowling (@jk_rowling) June 6, 2020
রাউলিং-এর এই একতরফা চর্চাই সমাজকর্মীদের সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও তাঁর টুইটের ভুল ব্যাখা হয়েছে বলে জানান তিনি। এই বিষয়ের সঙ্গে রূপান্তরকামের কোনও সম্পর্ক নেই।
If sex isn’t real, there’s no same-sex attraction. If sex isn’t real, the lived reality of women globally is erased. I know and love trans people, but erasing the concept of sex removes the ability of many to meaningfully discuss their lives. It isn’t hate to speak the truth.
— J.K. Rowling (@jk_rowling) June 6, 2020
পাল্টা টুইট করে জেকে রাউলিং লেখেন, “পৃথিবীর সব রূপান্তরকামীদের প্রতি আমার শ্রদ্ধা আছে। ওঁরা যেখানেই বিদ্বেষের শিকার হবেন, আমি প্রতিবাদ পা মেলাবো। কিন্তু আমি একজন নারী হিসেবে প্রতিষ্ঠিত। তাই ওঁদের হয়ে কথা বলার ক্ষেত্রে কোনও দ্বেষ থাকতে পারে বলে মনে হয় না।”
আরও পড়ুনঃ দেশ করোনা মুক্ত ঘোষণা নিউজিল্যান্ডের
তিনি নিজের টুইটার হ্যান্ডেলে আরও লেখেন, “যৌনতা যদি বাস্তব না হয় তবে সম-লিঙ্গের আকর্ষণ নেই। যৌনতা যদি বাস্তব না হয় তাহলে বিশ্বব্যাপী নারীদের জীবিত বাস্তবতা মুছে যায়। আমি জানি এবং রূপান্তরকামীদের ভালবাসি। কিন্তু যৌনতার ধারণাটি মুছে ফেললে অনেকের জীবনকে অর্থপূর্ণভাবে আলোচনার ক্ষমতা সরিয়ে দেয়। যেখানে সত্য কথা বলতে ঘৃণা করা যায় না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584