মুখ্যমন্ত্রীর পাড়ায় লিফলেট বিলি করলেন নাড্ডা

0
74

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

‘দুয়ারে সরকার’-এর পাল্টা ‘আর নয় অন্যায়’ কর্মসূচি পালন করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের এই কর্মসূচি নিয়ে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বাড়িতে বাড়িতে হাজির হলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

leaflet distributed | newsfront.co
নিজস্ব চিত্র

ভবানীপুর গিরিশ মুখার্জী রোডে বাড়ি বাড়ি গিয়ে কথা বললেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, বিলি করলেন লিফলেট। উঠল ‘ভারত মাতা কি জয়’ স্লোগানও।লক্ষ্য একুশে বিধানসভা ভোট। দু’দিনের সফরে ফের বাংলায় বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বুধবার বেলা বারোটা নাগাদ দমদম বিমানবন্দরে নামেন তিনি।

jp nadda | newsfront.co
নিজস্ব চিত্র

দলের সর্বভারতীয় সভাপতিকে বিমানবন্দরে স্বাগত জানান দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহারা। এরপর হেস্টিংসে বিজেপির নতুন কার্যালয়ের উদ্বোধন করেন নাড্ডা। সেখানে তিনি দাবি করেন, “বিরোধীদের কোনও হিসেব মিলবে না। একুশে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।“

আরও পড়ুনঃ পুরসভার প্রশাসক মন্ডলী থেকে সরিয়ে দেওয়ায় মাথাভাঙায় বিক্ষোভ চন্দন দাস অনুগামীদের

দলের কর্মীদের উদ্দেশ্যে বার্তা, “রাজ্যে সংগঠন বিস্তারের সঙ্গে ধৈর্য ধরতে হবে। কেউ এরাজ্যে বিজেপিকে ঠেকাতে পারবে না। বিহার বিধানসভা নির্বাচনে অনেকেই অনেক কথাই বলেছিল। অনেক সেফলজিস্ট ভবিষ্যবাণী করেছিলেন, এবার বিজেপির কোনও চান্স নেই। বিহারের মানুষ দেখিয়ে দিয়েছে। ভবিষ্যতবাণী যাঁরা করেছিলেন তাঁরা জানতেন না কেন্দ্রে রয়েছে মোদীজির সরকার।“

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র ভবানীপুর থেকে বিজেপি-র ‘আর নয় অন্যায়’ কর্মসূচির প্রচার অভিযান শুরু করেন জেপি নাড্ডা। সকাল থেকে প্রস্তুতি ছিল তুঙ্গে। পতাকা-ব্যানার-কার্ট আউটে সাজিয়ে তোলা হয়েছিল গিরীশ মুখার্জী রোডের একটি অপরিসর গলিকে।

আরও পড়ুনঃ এখানে না এলে দুঃখ হয়, বাংলা সফরে এসে জানালেন নাড্ডা

বিকেলে যখন সেই গলিতে পৌঁছন নাড্ডা, তখন রাস্তায় মানুষের ঢল নামে। বিজেপি সর্বভারতীয় সভাপতিকে দেখতে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ছিল তুঙ্গে। ভবানীপুরের কর্মসূচি শেষে কলাভবনের উদ্দেশ্যে রওনা দেন রওনা দেন জেপি নাড্ডা। উল্লেখ্য, এই ভবানীপুরে একটি ওয়াররুমও খুলেছে রাজ্য বিজেপি।

এই ওয়াররুম থেকে চলবে একুশের ভোটের যাবতীয় কাজ। ইতিমধ্যেই সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে বহু ছেলে মেয়েকে। এই প্রথম রাজ্যের দলের সদর দফতরের বাইরে সম্পূর্ণ আলাদা একটি জায়গা নিয়ে এত বড় পরিসরে কাজ হবে।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here