নজরুলের গানে নারী জাগরণের বার্তা দিলেন সুস্মিতা আনিস এবং অর্ণব

0
214

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

“জাগো নারী জাগো বহ্নি-শিখা”- কাজী নজরুল ইসলামের এই জাগরণের গান নতুন আঙ্গিকে নিয়ে এলেন বিশিষ্ট সংগীতশিল্পী সুস্মিতা আনিস। নারীমুক্তির চিন্তা, সমাজে তাদের সম্মান, তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন সুস্মিতা।অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগাবে এই গান। সঙ্গীত আয়োজনে বাংলাদেশের বিশিষ্ট গায়ক অর্ণব।

poster | newsfront.co

অর্ণব জানান, “এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সংগীত আয়োজন করেছি। আশা করি শ্রোতার ভালো লাগবে।”

আরও পড়ুনঃ ‘হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি’র মঞ্চে হাসির রাজা আসরানি

studio | newsfront.co

এই মিউজিক ভিডিওতে আছে নাচের ব্যবহার। বিশিষ্ট অভিনেত্রী রিদয় শেখের নৃত্যে ধরা পড়ল নারীদের নিজেদের অধিকার নিয়ে গর্জে ওঠার নানা মুহূর্ত।

আরও পড়ুনঃ স্নেহাশিসের ‘খেলাঘর’-এ অন্য ভালোবাসার বসবাস

music studio | newsfront.co

সুস্মিতা আনিস বলেন, “চারিদিকে মহিলাদের উপর হওয়া অন্যায়ের প্রতিবাদ হল এই গান। নজরুলের গান উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার।এই গান নারীশক্তির এক হয়ে অশুভের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।”

সম্প্রতি গানটি রিলিজ হল সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here