নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মঞ্চে উঠে স্বর্ণপদক ও শংসাপত্র নেওয়ার পর সিএএ-র প্রতিলিপি ছিঁড়ে ফেলার ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে।
জানা গেছে, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম স্থানাধিকারী ছাত্রী দেবষ্মিতা চৌধুরী মঞ্চে উঠে শংসাপত্র ও পদক নেওয়ার পর, সেগুলি হাত থেকে রেখে, দর্শক ও শিক্ষার্থীদের দিকে ঘুরে ছিঁড়ে ফেলেন নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিলিপি।
এরপরে চেঁচিয়ে বলেন, “হাম কাগজ নেহি দিখায়েঙ্গে।” ফের পদক ও শংসাপত্র নিয়ে মঞ্চ থেকে নেমে পড়েন তিনি। সমাবর্তন অনুষ্ঠানে হওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে ভাইরাল হয়েছে।
দেবস্মিতা সমাবর্তন অনুষ্ঠানের আগেই ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, নাগরিকত্ব আইন তিনি মেনে নিচ্ছেন না। প্রতিবাদ করতে চান এই আইনের।
সমাবর্তন অনুষ্ঠানে এই সাহসী কর্মকান্ড মনে করিয়ে দেয়, কয়েক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই সমাবর্তন অনুষ্ঠানের আরেকটি ঘটনার কথা।
‘হোক কলরব’ আন্দোলনে পুলিশি অত্যাচারের প্রতিবাদস্বরূপ বাংলা বিভাগের ছাত্রী গীতশ্রী সরকার তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর হাত থেকে শংসাপত্র নিতে অস্বীকার করেছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584