পিয়ালী দাস,বীরভূমঃ
ভয় দেখিয়ে বিজেপিতে যোগদান করতে বাধ্য করেছিল বীরভূম জেলা বিজেপি নেতৃত্ব,এমনটাই দাবি বীরভূমের সিউড়ির দু নম্বর ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের পাঁচ তৃণমূল সদস্যের।
পাঁচজনের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের প্রধান ঝর্ণা বাগদী ও উপপ্রধান সুমিত্রা টুডু।
গত ৪ তারিখ সিউড়িতে বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামা প্রসাদ মন্ডল বিজেপিতে যোগদান করান কোমা গ্রাম পঞ্চায়েতের ৫ তৃণমূল সদস্যকে। মাত্র 8 দিনের মাথাতেই মোহভঙ্গ হয়ে তৃণমূল কংগ্রেসে ফিরে এলো তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া পঞ্চায়েতের পাঁচ সদস্য।শুক্রবার সিউড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় বীরভূম জেলা তৃণমূলের নেতা বিকাশ রায় চৌধুরীর হাত থেকে ফের তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নেন কুমা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরো তিন সদস্য। ফলে কোমা গ্রাম পঞ্চায়েত আবারো তৃণমূলের দখলে রয়ে গেল।
শুক্রবার তৃণমূলে ফিরে এসে পঞ্চায়েত প্রধান ঝর্না বাগদি জানান,তাদের পাঁচজনকে বিজেপি নেতারা ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানে বাধ্য করেছিল।কিন্তু আমরা সারাজীবন তৃণমূল কংগ্রেস করে এসেছি মমতা ব্যানার্জীর নেতৃত্বে,তৃণমুলকেই ভালবাসতাম তৃণমূলকেই আমৃত্যু ভালোবাসবো।
তৃণমূল কংগ্রেসের ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি এমনটাই দাবি করে পঞ্চায়েতের উপপ্রধান সুমিত্রা টুডু। বীরভূম জেলা তৃণমূল নেতা বিকাশ রায় চৌধুরী বলেন,রাতের অন্ধকারে দুষ্কৃতীদের দিয়ে আমাদের এই পাঁচ সদস্যকে ভয় দেখিয়ে বিজেপিতে যোগদানের বাধ্য করেছিল বিজেপি নেতারা।
ভয়ে চাপের মুখে যোগদান করেছিল।কিন্তু যোগদানের পড়ে বুঝতে পারে তারা বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে বিজেপিতে গিয়ে।তাই আবার তৃণমূল সংসারে ওদেরকে ফিরিয়ে নিয়ে এলাম।
আরও পড়ুনঃ আট দিনের শ্রমিক ধর্মঘটে বেতন বৃদ্ধির দাবি মানল মালিকপক্ষ
বীরভূম জেলা বিজেপি সভাপতি শ্যামাপদ মন্ডল অবশ্য দাবি করেন,এর আগের দিন ওরা বিজেপিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করে আবেদন করেছিল তাই যোগদান করানো হয়েছিল। তৃণমূল পুলিশকে দিয়ে ওদেরকে ভয় দেখিয়ে আবার তৃণমূলে যোগদানে বাধ্য করালো।কিন্তু ওরা আবার বিজেপিতে ফিরে আসবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584