রথের দিন এসি গাড়িতে চড়লেন জগন্নাথ-সুভদ্রা-বলরাম

0
112

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

করোনা পরিস্থিতিতে শুধুমাত্র পুরীর জগন্নাথদেবের রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা ইসকনের রথের রশিতেও টান পড়েনি এবছর। মাহেশেও রথের চাকা গড়ায়নি। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তাই বেজায় মনখারাপ। প্রতিবছর ইসকনের রথে চড়ে কলকাতা ঘোরেন তাঁরা। করোনার গেঁড়োয় সব পণ্ড হয়েছে।

Jagannath | newsfront.co
নিজস্ব চিত্র

সল্টলেকেও প্রতিবছর জাঁকজমক করে রথ বের করে সল্টলেক ভাগবত সমাজ। প্রচুর ভক্তের সমাগমও হয় এই রথযাত্রায়। কিন্তু এবছর রথযাত্রায় বাধ সাধলো করোনা ভাইরাস। রথে চড়তে পারবে না মানে কলকাতা ঘোরাও হবে না তিন ভাই বোনের।

Jagannath dev | newsfront.co
নিজস্ব চিত্র

এবার তাহলে কী হবে? সুভদ্রার ওই কাঁদো কাঁদো মুখ দেখে আর চুপচাপ বসে থাকতে পারলো না সল্টলেক ভাগবত সমাজ। রথে চড়তে পারবে না তো কী হয়েছে? রথের বদলে এসি গাড়িতে চড়ে তো কলকাতা ঘুরতেই পারেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

আরও পড়ুনঃ মহামারি পরিস্থিতিতে বিশেষ উদ্যোগ ‘ফোরাম ফর দুর্গোৎসব’-র

AC car | newsfront.co
নিজস্ব চিত্র

হ্যাঁ। ঠিক তাই। এবছর করোনা আবহে রথের বদলে এসি গাড়িতে করে জগন্নাথ-সুভদ্রা-বলরাম’কে মাসির বাড়িতে নিয়ে গেলো ওই ভাগবত সমাজ। আট দিন পর আবার এসি গাড়িতে করেই মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরবেন তাঁরা। করোনার আবহে এক অভিনব প্রয়াস উদ্যোক্তা সল্টলেক ভাগবত সমাজের। মঙ্গলবার সল্টলেকের বি এফ ব্লকের বাড়ি থেকে এসি গাড়িতে করে মাসির বাড়ি গেল জগন্নাথ-সুভদ্রা-বলরাম। জন সমাগম এড়াতেই এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছেন সল্টলেক ভাগবত সমাজের সদস্যরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here