নিউজফ্রন্ট,ওয়েব ডেস্কঃ
পুরীর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা। তবে তা সম্পূর্ণ স্বাস্থ্যবিধির বিরুদ্ধে। অর্থাৎ, কেন্দ্র নির্দেশিত স্বাস্থ্যবিধিকে রীতিমতো বুড়ো আঙ্গুল দেখিয়ে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হল। ভক্তদের অনুপস্থিতিতে নির্ঘণ্ট মেনেই হল এই কাজ। এই বিপুল আয়োজন সম্পন্ন করতে প্রচুর সেবাইত পুরীর মন্দিরে জমায়েত হয়েছিলেন।
কিন্তু সামাজিক দূরত্বের কথা ভুলে গিয়ে শুক্রবার পূণ্যতিথিতে এই পবিত্র কর্মকাণ্ড সম্পন্ন করা হয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা গিয়েছে, শুক্রবার তিথি মেনে জগন্নাথ মন্দিরের একাধিক সেবাইত জগন্নাথ দেবকে স্নান করাতে ব্যস্ত। কিন্তু সেখানে সামাজিক দূরত্বও যেমন চোখে পড়ছে না, তেমনই কাউকে ফেস মাস্কও পড়তে দেখা যাচ্ছে না।
আরও পড়ুনঃ আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল
সরকারি নির্দেশ অনুযায়ী, পয়লা জুন থেকে খুলবে সব ধর্মীয় স্থান। কিন্তু মানতেই হবে ন্যূনতম স্বাস্থ্যবিধি। সেই অনুমোদন পাওয়ার পরেই পুরীর জগন্নাথ মন্দিরে পুরোদমে শুরু হয়েছে রথ যাত্রার প্রস্তুতি। মন্দির সূত্রে খবর, পুরীর রথযাত্রা মানে বিপুল আয়োজন, লক্ষাধিক ভক্ত সমাগম। সেই কথা মাথায় রেখে স্থানীয় স্তরেই এবার রথযাত্রার আয়োজন করেছে মন্দির কমিটি। যেখানে সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ থাকবে ভক্ত সমাবেশ। তবে আজকে স্নানযাত্রার এই শুভদিনে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করেই স্নান পূর্ণিমা পালিত হল পুরীর জগন্নাথ মন্দিরে। মন্দির কর্তৃপক্ষের এহেন কর্মকাণ্ডে উঠছে প্রশ্ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584