টেন পাশ শিক্ষামন্ত্রী! জবাব দিতে ভর্তি হলেন একাদশ শ্রেণীতে

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

ক্লাস টেন পাস ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী জগরনাথ মাহাতো। অবাক হলেও এটাই সত্যি। শিক্ষাগত যোগ্যতা কম থাকা সত্ত্বেও তিনিই ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী ৷ তবে পড়াশোনা করার যে কোনও নির্দিষ্ট বয়স হয় না৷ সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি ৷

Jagarnath Mahto | newsfront.co
জগর নাথ, শিক্ষামন্ত্রী ঝাড়খণ্ড। ছবিঃ টুইটার

নিজের বিধানসভা দুমরির অন্তর্গত একটি সরকারি ইন্টার-কলেজে ক্লাস ইলেভেনে ভর্তি হলেন জগরনাথ। ভর্তি হয়েই জগরনাথের মন্তব্য, শিক্ষার জন্য কোনও নির্দিষ্ট বয়স নেই৷ দশম শ্রেণী পর্যন্ত পড়ার পর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি৷ এখন তাই বাকি পড়াশোনাটুকু সেরে ফেলতে চান জগরনাথ। সম্প্রতি ভর্তি হয়েছেন বোকারো জেলার নবডিহর দেবী মাহতো স্মারক ইন্টার কলেজে।

আরও পড়ুনঃ কংগ্রেসের সভাপতি নির্বাচনের ভবিষ্যৎ অন্ধকারে, সোনিয়ার অন্তবর্তীকালীন সভাপতির মেয়াদ বাড়ল

কিন্তু এতদিন পর আবার কেন তিনি পড়াশোনা শুরু করতে চান? এই প্রশ্নের উত্তরে জগরনাথ জানান, ‘‘ আমি যেদিন শিক্ষামন্ত্রীর পদে শপথ নিই। সেদিন অনেকেই বলেছিলেন, একজন ক্লাস টেন পাশ মানুষ, রাজ্যের শিক্ষার অগ্রগতি নিয়ে কী কাজ করবেন? সেই সমস্ত মানুষকে জবাব দিতেই আবার পড়াশোনা শুরু করলাম৷ আর লেখাপড়া শেখার তো কোনো বয়স হয় না। আমি আমার লেখাপড়া এবার অবশ্যই শেষ করব। মানুষের সেবা, চাষাবাদের পাশাপাশি আমি নিয়মিত ক্লাসও করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here