ক্যাম্পাসে ঢুকতে না পেরে টুইটে নাগাড়ে ক্ষোভ প্রকাশ ধনকড়ের

0
58

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সোমবার কালো পতাকা দেখে ক্ষান্ত হননি তিনি। বলে গিয়েছিলেন আবার আসবেন। কথা মতো আবারও এলেন। আর ঠিক একইভাবে কালো পতাকা দেখিয়ে, ‘গো-ব্যাক’ স্লোগান আওড়ে বিক্ষোভ বজায় রাখল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

jagdeep dhankhar | newsfront.co
যাদবপুরে বিক্ষোভের মুখে রাজ্যপাল। চিত্র সৌজন্যঃ এএনআই, টুইটার

সোমবার কোর্ট বৈঠকে অংশগ্রহণ করতে না পারায় ক্যাম্পাস থেকে বেরনোর আগে রাজ্যপাল জগদীপ ধনকড় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছিলেন, ‘কাল আসছি’। আজ আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বিক্ষোভের মুখে পড়লেন তিনি। পাঁচ নম্বর গেট দিয়ে তাঁর গাড়ি প্রবেশ করতে গেলে রাজ্যপালের গাড়ি সেখানেই আটকে দেওয়া হয়।

এই মুহুর্তে কোর্টরুম বৈঠকে বসেছেন যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস। কিন্তু আচার্য ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান শুরু করা যাবে কি না, তা নিয়ে আলোচনা চলছে গভীর।

ইতিমধ্যেই এই ঘটনার পর, টুইটারে কটাক্ষ করে রাজ্যপাল লিখেছেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ে কৃতি পড়ুয়াদের সম্মান প্রদান করতে এসেছি, কিন্তু আমাকে ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। আমি খুবই বীতশ্রদ্ধ এই ঘটনায়।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here