অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অসুস্থ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে হাসপাতাল গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতাল সূত্রে এখন অনেকটাই স্থিতিশীল মহারাজ।
হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যপাল জানান, “ঘরে ঢোকার আগে যা চিন্তা ছিল ঘরে ঢোকার পর সব চিন্তা ভুলিয়ে দিল সৌরভের হাসি।“ গত রবিবার সৌরভ ও রাজ্যপাল বৈঠক হয় সৌরভ রাজ্যপালকে ইডেনে আসার আমন্ত্রণ জানান।
আরও পড়ুনঃ তৃণমূলকে কোম্পানি বলে কটাক্ষ শুভেন্দু অধিকারীর
এই বৈঠকের পরে সৌরভের রাজনীতিতে আসার কথা শোনা যায়। এছাড়া সৌরভকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। মুখ্যমন্ত্রী বলেন, “সৌরভের এই ঘটনা চোখ খুলে দিল। এই বয়সে এই অবস্থা ভাবা যায় না।
আরও পড়ুনঃ উলটপুরাণ! কেশপুরে তৃণমূল,বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ শতাধিক পরিবারের
বাচ্চা ছেলে, তাড়াতাড়ি সুস্থ হোক। আমাকে দেখে উল্টে ওই বলল দিদি কেমন আছেন!” মন্ত্রী ফিরহাদ হাকিমও সৌরভকে দেখে আসেন। সৌরভ তাকে বলেন, “কি দরকার ছিল এতদূর আসার!” আপাতত সৌরভ ভালো আছেন খেলেন চা, বিস্কুট।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584