স্নাতক স্তরে ভর্তির নামে তোলাবাজির বিরুদ্ধে মিছিল রায়গঞ্জে

0
75

নিজস্ব সংবাদদাতা,উত্তর দিনাজপুরঃ

“ছাত্র সমাজ অপদস্ত, শিক্ষাঙ্গন দুর্নীতিগ্রস্ত ” এই স্লোগানকে সামনে রেখে এক প্রতিবাদ মিছিল সংগঠিত করল ছাত্র সংগঠন  অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ রেলগেট থেকে এই প্রতিবাদ মিছিল শুরু হয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গেটে শেষ হওয়ার কথা থাকলেও হাসপাতাল মোড়ে পুলিশ তাদের মিছিল আটকে দেয়। পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কয়েকজন প্রতিনিধি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের  কাছে কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করে।কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা তোলা তুলছে শাসকদল তৃনমূল কংগ্রেসের ছাত্র সংগঠনের কর্মী থেকে নেতারা। উচ্চশিক্ষার্থে বঞ্চিত হচ্ছেন অপেক্ষাকৃত দুঃস্থ গরীব ছাত্র-ছাত্রীরা। এমনই অভিযোগ তুলে আন্দোলনে শামিল হয়েছে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

নিজস্ব চিত্র

আন্দোলনকারীদের দাবি অবিলম্বে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়ায়  স্বচ্ছতা আনতে হবে। বন্ধ করতে হবে শাসকদলের দাদাগিরি। নইলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবে তারা। এছাড়াও দেশের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চালুর দাবিও তোলে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আজকের রায়গঞ্জে এই প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ব্যাপক পুলিশি নিরাপত্তা ব্যাবস্থা রাখা হয়েছিল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here