পূর্ব মেদিনীপুরে একদিনের জেলা সফরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল

0
56

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক অস্থিরতার মাঝে টুইট করে রাজ্যপাল জানিয়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় একদিনের সফরে যাচ্ছেন তিনি এবং সঙ্গে থাকছেন তার স্ত্রী সুদেস ধনখর। সেই টুইট অনুযায়ী প্রশাসনের তরফ থেকে বাড়তি নিরাপত্তা নেওয়া হয় গোটা জেলা জুড়ে। পাশাপাশি সাজ সাজ রব গোটা পূর্ব মেদিনীপুর জেলায়। প্রসঙ্গত গত ১৯ সে ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।

governor | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল। নিজস্ব চিত্র

তারপর থেকেই কার্যত উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল গোটা পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। তাই আটোসাটো নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছে গোটা শহর। এদিন একদিনের জেলা সফরে এসে রাজ্যপাল ও তার স্ত্রী প্রথমে তমলুকের বর্গ ভীমা মন্দিরে পুজো দিয়ে পুরাতত্ব জাদুঘর ঘুরে দেখেন। এরপর মন্দির থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজ্য প্রশাসনের উপর কার্যত আঙ্গুল তোলেন তিনি।

wb governor | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন,”বর্তমান শাসন ব্যবস্থা তেমন নেই পশ্চিমবাংলায়, এখানে এক রাজনৈতিক দলের সংঘ দিয়ে চলছে রাজ্য প্রশাসন।” পাশাপাশি ভোটের হিংসা নিয়ে কার্যত মুখ খুললেন রাজ্যপাল। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেক ভোটারের নিজস্ব অধিকার আছে নিজস্ব পছন্দের মত জায়গায় ভোট দান করার, সেখানে এই পরিস্থিতি আসছে না বাংলায়। পাশাপাশি কৃষি আইনের সমর্থনে মুখ খুলতে দেখা গেল রাজ্যপাল কে। তিনি বলেন, “গোটা ভারতবর্ষে যেখানে কেন্দ্রের নানান সুযোগ সুবিধা পাচ্ছে চাষিরা সেক্ষেত্রে বাংলার চাষিরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না।”

আরও পড়ুনঃ ময়নাগুড়িতে সাংবাদিককে প্রকাশ্যে চড় স্থানীয় বিধায়কের, অভিযোগ অস্বীকার

jagdeep dhankhar | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি বহিরাগত সম্বন্ধেও সুর শোনা গেল রাজ্যপালের গলায়,সে ক্ষেত্রে তিনি বলেন, আমাদের একটাই পরিচয় আমরা ভারতবাসী অর্থাৎ এই দেশেরই সন্তান সে ক্ষেত্রে বেশ কিছু কেন্দ্রীয় জনপ্রতিনিধিদের বহিরাগত বলে তকমা দেওয়া হচ্ছে। এদিন তমলুক থেকে বেরিয়ে কোলাঘাট ব্লকের তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্ট হাউসে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা করা হয়, এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কার্যত একই প্রসঙ্গ উঠে আসে রাজ্যপালের গলায়।

যেখানে কেন্দ্রের সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক নিয়েও সুর চড়ালেন তিনি। পাশাপাশি সংবিধানের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যমকে তিনি বলেন সংবাদমাধ্যম তাদের সংবিধান অনুযায়ী কাজ করতে পারছেন না বহু বাধার সম্মুখীন হতে হচ্ছে। বর্তমান আইনি ব্যবস্থা ও রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়েও কার্যত ক্ষোভ উগরে দেন রাজ্যপাল জগদীপ ধনখর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here