শাসকদলের কর্মীর মতো আচরণ কেন পুলিশের?-মুখ্যমন্ত্রীর কাছে ব্যাখ্যা তলব রাজ্যপালের

0
44

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্য প্রশাসনকে নিত্যনতুন ভাবে খোঁচা দেওয়াটাই যেন স্বভাব দস্তুর রাজ্যপাল জগদীপ ধনকড়ের। এতদিন ট্যুইট বার্তায় রাজ্যকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন, জবাবদিহি তলব করছিলেন। এবার ট্যুইটে ভিডিও বার্তায় সোজাসুজি প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রীকে। পুলিশ কার্যত দলদাসের মতো কাজ করছে এবং বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলে তাঁর প্রশ্ন, ‘পুলিশ কেন শাসকদলের কর্মীদের মত আচরণ করছে? এই বিষয়ে ব্যাখ্যা দিন মুখ্যমন্ত্রী।’

Jagdeep dhankhar | newsfront.co
ফাইল চিত্র

রাজ্যপাল বৃহস্পতিবার একটি ভিডিও বার্তা টুইট করে বলেন, “বিরোধী নেতা নেত্রী, সাংসদ, বিধায়কদের উপর যেভাবে পুলিশ জুলুমবাজি চালাচ্ছে তা মানা যায় না। পুলিশ কার্যত শাসকদলের কর্মীদের মতো আচরণ করছে। গণতন্ত্রে এ জিনিস বরদাস্ত করা হবে না। রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে ডেকেছি। তাঁর কাছ থেকেই সরাসরি আমি শুনতে চাই।”

কার্যত যে অভিযোগ রাজ্যের বিরোধী দলগুলির কাছ থেকে শোনা যায়, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে তেমনই অভিযোগ করলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। প্রসঙ্গত, দিনকয়েক আগে বিজেপির তরফে অভিযোগ করা হয়, বারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিংকে এনকাউন্টার করে হত্যার ছক কষছে রাজ্য পুলিশ। সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাঁর বাড়িতে হানা দেয় বলেও অভিযোগ করেন বিজেপি সাংসদ।

আরও পড়ুনঃ সেফ হোমের দায়িত্বে থাকা চিকিৎসকের দাদাকে মারধর, গ্রেফতার ৫

রাজ্যপালের কাছে সে বিষয়টি জানান অর্জুন সিং। তার আগে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লা-সহ অনেকেই রাজ্যপালের কাছে পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ করেন। প্রত্যেকের অভিযোগ পেয়েই ভিডিও টুইট করেছেন বলেই দাবি জগদীপ ধনকড়ের।

আরও পড়ুনঃ শচীন শিবিরে স্বস্তি,রাজস্থান হাইকোর্টের শুনানি স্থগিতের মামলা খারিজ সুপ্রিম কোর্টে

রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের এই ট্যুইট আক্রমণ প্রায় প্রত্যেকদিন চলতে থাকে। কখনও সেই ট্যুইটের কোনও জবাব দেওয়া হয় না, আবার কখনও পালটা রাজ্যপালকেও আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। লগত ১৫ জুলাই নবান্নে রাজ্যপালের আচরণ নিয়ে চূড়ান্ত ক্ষোভপ্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপাল রাজ্য প্রশাসনতে নিজের চাকরবাকর মনে করেন বলেও অভিযোগ করেছিলেন। তারপর ২১ জুলাইয়ের মঞ্চ থেকেও ধনকড়কে আক্রমণ করতে ছাড়েননি তিনি। তারপরেও যে রাজ্যপাল নিজস্ব ভঙ্গিমাতেই রয়েছেন, এ দিন ফের ট্যুইট করে বুঝিয়ে দিলেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here