ভাষণ না-দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, ফের টুইট ধনকড়ের

0
49

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ দুর্নীতি প্রসঙ্গে স্বজনপোষণ নিয়ে শুক্রবারই সরব হয়েছিলেন রাজ্যপাল। এবার ফের মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি ট্যুইট করলেন, ‘এটা আলোচনা করা বা বিবৃতি দেওয়ার সময় নয়। যারা অন্যের ত্রাণ ছিনিয়ে নিয়েছেন তাদের শাস্তিবিধানের ব্যবস্থা করুন।’

Jagdeep Dhankhar | newsfront.co
ফাইল চিত্র

ঘূর্ণিঝড় আমফানের ত্রাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই তুলেছিল রাজ্যের বিরোধী দলগুলি। ইতিমধ্যে পঞ্চায়েত স্তরে কমিটি গঠনের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ত্রাণপ্রাপকদের তালিকা সংশোধন করবে ওই কমিটি। এমনকি এই নিয়ে সমস্ত রাজনৈতিক দল নিয়ে সর্বদলীয় কমিটিও গঠন করা হয়েছে। শো-কজ করা হয়েছে বেশ কয়েকজন বিডিওকেও।

কিন্তু ইতিমধ্যে যাঁরা ত্রাণ পেয়ে গিয়েছেন, বা যাঁরা ত্রুটিপূর্ণ তালিকা তৈরি করেছেন তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, সে বিষয়ে রাজ্য সরকারের তরফে কিছু বলা হয়নি।

আরও পড়ুনঃ একাধিক বিধিনিষেধ মেনে চালু হতে পারে মেট্রো

এদিন পর পর ২টি টুইটে রাজ্যপাল লিখেছেন, ‘ত্রাণ সামগ্রী বিতরণে যে দুর্নীতি রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ব্যবস্থা নিতে হবে। এখন আলোচনা বা বিবৃতি দেওয়ার সময় নয়। যাঁরা অন্যের প্রাপ্য ছিনিয়ে নিয়েছেন তাঁদের থেকে ত্রাণ উদ্ধার করে শাস্তি দিতে পদক্ষেপ করুন। এমন অন্যায় করতে সাহায্য করেছেন যে সব আধিকারিক, তাঁদেরও কাঠগড়ায় তুলতে হবে। ত্রাণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর কুঠারাঘাত হলে তবেই মানুষের ক্ষোভ কমবে। সঠিক ত্রাণ বিলি তখনই কার্যকর হবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here