বীরভূমের শহীদ, রাজেশ ওরাং -এর বাড়িতে রাজ্যপাল

0
65

পিয়ালী দাস, বীরভূমঃ

শুক্রবার সকালে ভারতীয় সেনাবাহিনীর বীরভূমের বীর শহীদ রাজেশ ওরাং -এর বাড়িতে এসে পৌঁছান পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজেশ ওরাং -এর মায়ের হাতে ১১ লক্ষ টাকার চেক তুলে দেন তিনি।

jagdeep dhankhar | newsfront.co
নিজস্ব চিত্র

শুক্রবার সকালে তিনি হেলিকপ্টারে করে সিউড়িতে আসেন। সেখান থেকে সড়কপথে তিনি রাজেশের গ্রামে যান। শহীদ রাজেশ ওরাং -এর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তিনি। এদিন রাজ্যপালের সঙ্গে ছিলেন চিফ কমান্ডিং অফিসার অনিল চৌহান।

jagdeep dhankhar | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রকাশিত হল উচ্চমাধ্যমিক ২০২০ সালের ফলাফল, পাশের হার ৯০.১৩ শতাংশ

তারপর রাজ্যপাল জানান, “বীরভূম বীরের ভূমি। এই মাটিতে নোবেলজয়ী অমর্ত্য সেনের জন্ম, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন এখানে, কবি জয়দেব গীতগোবিন্দ রচনা করেছিলেন, আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটি থেকেই রাজ্য ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর হয়ে দেশের জন্য প্রাণ দিয়েছে রাজেশ ওরাং।

ওনার আত্মবলিদানকে মানুষ যেন জীবনের লক্ষ্যে পরিণত করে।” এদিন রাজ্যপাল রাজেশের পরিবারের সাথে বেশ খানিকক্ষণ কথা বলেন। দুপুর বারোটায় হেলিকপ্টারে করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here