বৈঠকে আহ্বান রাজ্যপালের, দোটানায় উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা

0
80

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

এক সময়ে তিনি আচার্য হিসেবে ভিডিও কনফারেন্সের জন্য উপাচার্যদের তলব করলেও রাজ্য উচ্চশিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রীর নির্দেশে কেউই তার বৈঠকে যোগ দেননি। এবার তিনিই সশরীরে হাজির হয়েছেন উত্তরবঙ্গে।

Jagdeep Dhankhar | newsfront.co
জগদীপ ধনকড়

এবার আগামী ৯ নভেম্বর দার্জিলিং রাজভবনেই উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছেন রাজ্যপাল। ট্যুইট করেন এ কথা জানিয়েছেন তিনি।

এদিন ট্যুইট করে তিনি বলেন “দার্জিলিং রাজভবনে আগামী ৯ নভেম্বর উপাচার্য,সহ-উপাচার্য, রেজিস্ট্রারদের এর সঙ্গে বৈঠকের দিকে তাকিয়ে রয়েছি। বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি কি এবং কি কি ইস্যু হয়েছে তার স্ট্যাটাস রিপোর্ট উত্তরবঙ্গের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে আসতে বলা হয়েছে। আর ওই স্টেটাস রিপোর্ট ই-মেইল এর মাধ্যমে ৮ নভেম্বরের মধ্যে দিতে বলা হয়েছে।”

আরও পড়ুনঃ বাড়িতে অতিথি শাহ, খুশি হলেও নিজের রাজনৈতিক পরিচয় স্পষ্ট করলেন অজয় চক্রবর্তী

জানা গিয়েছে, ৯ নভেম্বরের বৈঠকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় ও গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য ও রেজিস্ট্রার দের আসতে বলা হয়েছে। তবে এবারেও কি উপস্থিত হবেন উপাচার্যরা?

আরও পড়ুনঃ গরুপাচার-কাণ্ডে দিল্লিতে সিবিআইয়ের হাতে ফের গ্রেফতার কিংপিন এনামুল হক

ডাক পাওয়া এক উপাচার্য বলেন, “উচ্চ শিক্ষা দপ্তরের নয়া বিধি মোতাবেক আমাদের কাছে উচ্চ শিক্ষা দপ্তরের তরফে বৈঠকের বিষয়ে আসা উচিত। কিন্তু আগামী ৯ নভেম্বরের বৈঠকের বিষয়সূচি রাজভবন থেকে সরাসরি এসেছে। উচ্চ শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত আমাদের কাছে কিছু আসেনি। যদিও সময় আছে তাই আমরা অপেক্ষা করছি।” কাজেই রাজ্যপালের এই উদ্যোগ ফলপ্রসূ হবে কি না, সে বিষয়ে নিয়ে এখনও সংশয় রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here