নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় চিঠি দাগলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে দেখা করার কথা রাজ্যপালের। তার আগেই মুখ্যমন্ত্রীকে এই চিঠি।
মূলত, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই এই চিঠি। চিঠিতে রাজ্যপাল লিখেছেন, ‘মানবাধিকার লঙ্ঘন, মহিলাদের সম্মান, সম্পত্তি ধ্বংস, স্বাধীনতার পর বিরোধীদের চিরস্থায়ী দুঃখ কষ্ট নিয়ে মুখ্যমন্ত্রীকে আগেও জানিয়েছিলাম। আগেও মুখ্যমন্ত্রীকে ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ খোলার, রাজ্যের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার, অত্যাচারিতদের নিরাপত্তা দেওয়ার অনুরোধ করেছিলাম।’ দু’পাতার চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘মূলত বিরোধীদলের সঙ্গেই এই ঘটনা ঘটছে। যা স্বাধীন ভারতের গণতন্ত্রে ঘটা এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ ঘটনা।’
Constrained to conveyed @MamataOfficial that continued silence & inaction over post poll violence, violation of human rights & dignity of women, destruction of property, perpetuation of miseries on political opponents- worst since independence, ill augurs for democracy. pic.twitter.com/zoNewdpEob
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
এছাড়া নিজাম প্যালেসে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। একই সঙ্গে তিনি আর্জি জানান, ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা করা উচিত, যা মুখ্যমন্ত্রীর আগেই করা উচিত ছিল। এরকম এক পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসন তাদের দায়িত্ব পালন করবে এটাই তাদের কর্তব্য। রাজ্যের এই পরিস্থিতিকে ‘মৃত গণতন্ত্রের’ সঙ্গে তুলনা করেছেন রাজ্যপাল।
তিনি লিখেছেন, “আমি গত ১৩ থেকে ১৫ মে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ঘুরে দেখেছি এবং সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেছি। আপনি মুখ্যমন্ত্রী হিসেবে আমার সঙ্গে সহমত হবেন, বাংলার এই ধরনের পরিস্থিতি মৃত গণতন্ত্রের মতো শোনায়। কিন্তু হিংসা ও সন্ত্রাসের আবহেও মুখ্যমন্ত্রী নীরব কেন?”
আরও পড়ুনঃ করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে শিশুদের জন্য ১০,০০০ বেড প্রস্তুত রাখছে রাজ্য সরকার
যদিও রাজ্য-রাজ্যপাল সংঘাত নতুন কিছুই নয়। তবে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথমবার একগুচ্ছ অভিযোগে চিঠি দিয়েছেন রাজ্যপাল। এবার রাজ্যপালের চিঠির কি জবাব দেন মুখ্যমন্ত্রী নজর থাকবে সেদিকেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584