নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ফের টলিপাড়ায় শোকের ছায়া। চলে গেলেন অভিনেতা, পরিচালক তথা বাচিক শিল্পী জগন্নাথ গুহ। জাতীয় পুরস্কার জয়ী পরিচালক, অভিনেতা জগন্নাথ গুহ, টলিপাড়ায় সকলের জগা দা।
১৯৮৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে সেরা শিক্ষামূলক ছবির পুরস্কার পায় জগন্নাথ গুহ পরিচালিত ‘মিত্রানিকেতন ভেলানাদ’। ২২ ডিসেম্বর মঙ্গলবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন তিনি। সূত্রের খবর অনুযায়ী, তিনি ভর্তি ছিলেন শহরের এক বেসরকারি হাসপাতালে। কোভিড-১৯ উপরে থাবা বসিয়েছিল তাঁকে।
তবে, তাঁর পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসে৷ কিন্তু ছিল নানা ধরনের শারীরিক সমস্যা। কিডনির সমস্যায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন তিনি। করোনা মুক্ত হলেও সেই সব পুরোনো সমস্যা ফের ভোগাতে শুরু করে তাঁকে। সোমবার ডায়ালিসের ধকল আর নিতে পারেননি শিল্পের এই বর্ষীয়ান কারিগর।
জগন্নাথ গুহ ছিলেন কলকাতা তথা পূর্ব ভারতের সবচেয়ে নামজাদা ফিল্ম স্কুল ‘এসআরএফটিআই’-এর প্রাক্তন ডিন এবং শর্ট ফিল্ম অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা। ছোটপর্দা, বড়পর্দা, মঞ্চ সব জায়গাতেই ছিল তাঁর অবাধ বিচরণ।
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত অভিনেতা আবির চ্যাটার্জি-সহ গোটা পরিবার
তাঁর অন্যতম স্মরণীয় কাজগুলির মধ্যে রয়েছে ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’, ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’ -এর মতো জনপ্রিয় সব ছবি।
পরিচালক হিসাবেও খ্যাতি কম ছিল না। বহু শর্ট ফিল্ম এবং ধারাবাহিক পরিচালনা করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘আরোহণ’ নাটকে অভিনয় করেন জগন্নাথ গুহ। রয়েছে এহেন আরও বহু জনপ্রিয় কাজ। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। শোকবার্তা দেওয়া হয়েছে আর্টিস্ট ফোরামের তরফে।
ফোরামের কার্যনিবার্হী সভাপতি তথা অভিনেতা শঙ্কর চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন, “চলে গেলেন আমার প্রথম সিরিয়ালের পরিচালক জগন্নাথ গুহ, শান্তিতে থেকো জগাদা।” অভিনেতা জয়জিত বন্দ্যোপাধ্যায় লেখেন- “জগা দা অনেক কিছু শিখেছিলাম… অনেককিছু। ওপারে ভাল থেকো। যেমন এপারে আমাদের রেখেছিলে। বিদায়।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584