হরষিত সিংহ,মালদহঃপ্রায় ৩৫০ বছরের পুরনো জহরা কালীর পুজা শুরু হল মঙ্গলবার থেকে। এদিন বেলা বারোটা নাগাদ জহরা কালীর বিগ্রহ নিয়ে যাওয়া হলো নেতাজী মোড় থেকে জহরা মন্দিরে। বংশপরম্পরায় ১২ পুরুষ ধরে বিগ্রহ তৈরি করে আসছেন পাল পরিবার। বর্তমানে জ্যোতির্ময় পাল তৈরি করছেন জহরা কালীর বিগ্রহ। ইংরেজবাজারের জহরাতলা এলাকায় জহরা কালী মন্দিরে প্রতি বছর বৈশাখ মাসে মেলার সূচনা হয়। মঙ্গল এবং শনিবার চলে জমজমাট মেলা। মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ, মালদা শহরের নেতাজী মোড় থেকে ঢাক বাজিয়ে পায়ে হেঁটে মূর্তি নিয়ে যাওয়া হয় মন্দিরে। সারা বছর ধরে এই বিগ্রহ পূজা করা হবে। বংশ পরম্পরায় বর্তমানে মন্দিরের সেবাইত রয়েছেন, মুকুল তিওয়ারী। বিগ্রহ নিয়ে যাওয়ার সময় রাস্তার দুই ধারে বহু মানুষের ভিড় জমে। গোটা বৈশাখ মাস ধরে শনি ও মঙ্গলবার মন্দির প্রাঙ্গনে চলবে জমজমাট মেলা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584