তৌসিফ ইকবাল, মুর্শিদাবাদঃ
জৈন ধর্ম ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীনতম ধর্ম। জৈন ধর্মের মূল আদর্শ অহিংসা ও ক্ষমা প্রার্থনা। এই জৈন ধর্মের প্রতিষ্ঠা করেন তীর্থঙ্কর আদিনাথ এবং ২৪ তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। মুর্শিদাবাদ জেলার লালগোলায় জৈন ধর্মের আগমন ঘটে প্রায় ১০০ বছর আগে। ১৯১৬ সালে প্রতিষ্ঠা হয় লালগোলার জৈন মন্দিরের।
জৈন ধর্মের বিভিন্ন পার্বণের মধ্যে সবথেকে বড় পার্বণ হল এই “দশ লক্ষণ পর্ব”। টানা ১১ দিন চলে এই পার্বন। প্রতিবছর বাংলার ভাদ্র মাসে এই পার্বণ অনুষ্ঠিত হয়। এই পার্বণের দশদিন জৈন ধর্মালম্বীদের কাছে ত্যাগ, সংযম, পবিত্রের দিন।
আরও পড়ুনঃ প্রতি রবিবার লালগোলা জেল ময়দানে অনু্ষ্ঠিত হয় কমিউনিটি কিচেন, পরিচালনায় “ঊষার আলো ফাউন্ডেশন”
তীর্থঙ্করের মূর্তি নিয়ে নগর পরিক্রমা, উপবাস, ক্ষমা মার্জনার মাধ্যমে এই উৎসবের পরিসমাপ্তি ঘটে। এইসময় জৈন ধর্মের মানুষরা তাদের জীবনে দশটি গুণ যেন পরিলক্ষিত হয় নিষ্ঠার সঙ্গে তার প্রচেষ্টা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584