নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
এবার এই মহামারী সময়ে জমানো টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট নতুন বাজার এলাকার বাসিন্দা রাজিব জৈন। জানা গেছে, রাজিব জৈনের মা মীরা দেবী জৈন একজন সমাজসেবী। এদিন তাঁর স্ত্রী মালা জৈন ঘরের জমানো ২০০০ টাকা রাজ্যের ত্রাণ মোকাবিলা করার জন্য তুলে দিলেন কোলাঘাট ভিডিও মদন মণ্ডলের হাতে।
আরও পড়ুনঃ চিকিৎসার জন্য হাসপাতালে পিপিই কিটস- মাস্ক দান তৃণমূল কংগ্রেস সভাপতির
শুধু স্ত্রী নয়, পাশাপাশি তাঁর মাও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এদিন ৫০০০ টাকা দিলেন।যদিও এ বিষয়ে কোলাঘাটের বিডিও বলেন, “যে ভাবে সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের মধ্য দিয়ে রাজ্য সরকারের বার্তাকে সাড়া দিয়েছে, তাতে আমরা এই মহামারী যুদ্ধে অবশ্যই বিজয়ী হব”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584