শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ
শরতের আকাশে কাশফুলের মেলা জানিয়ে দেয় মা আসছেন । মায়ের আগমনী সুরের সাথে তাল মিলিয়ে বাঙালি প্রস্তুত হচ্চে মাকে স্বাগত জানাতে । আসতে চলেছে বাঙালির বৃহৎ উৎসব দুর্গাপুজো l শরতের আকাশে কাশফুলের মেলায় মা দূর্গা বাঙালির মনে নিয়ে আসে অনাবিল আনন্দ l সমাজের সর্বস্তরের মানুষ এক সুতোয় বাধা পড়ে এই মিলন উৎসবে l
পুরানে কথিত আছে মা দূর্গা হলেন দেবী পার্বতীর এক উগ্র রূপ l যিনি মানুষকে সব সংকট থেকে মুক্তি দেন l তিনি মহাশক্তির এক রূপ l তার দশভুজা মহিষাসুরমর্দিনী রূপটি সর্বাধিক জনপ্রিয়।
মঙ্গলকাব্যে বলা হয়েছে শিবজায়া হিমালয়দুহিতা পার্বতীর সপরিবারে পিতৃগৃহে অবস্থানের আনন্দময় দিন গুলি দুর্গাপূজা হিসাবে পালিত হয় l
মার্কেন্ডীও চন্ডি অনুযায়ে দুর্গাপুজো প্রথম প্রচলন করেছিলেন বসন্ত কালে রাজা সুরথ ও বৈশ্য সমাধি l
বিগত বছর করোনা আবহে পুজোর জাকঁজমকে কিছুটা ভাটা পড়লেও এই বছর করোনা বিধি মেনে চুনাখালী সার্বজনীন দূর্গা পূজা কমিটি ব্রতী হচ্চে মাতৃ আরাধনায় l তার শুভ সূচনা হলো আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে l
চুনাখালী সার্বজনীন দূর্গা পুজো কমিটির সভাপতি কাঞ্চন মন্ডল জানালেন বিগত বছর করোনা আবহে থিমের পুজো না হলেও এই বছর ৪২ তম বর্ষে করোনা বিধি মেনে চুনাখালির দুর্গাপুজোর পুরোনো গৌরব ও ঐতিহ্যকে ফিরিয়া আনতে এবার তারা মন্ডব সজ্জায় নিয়ে আসছেন রাজস্থানের জয়পুরের এক মন্দিরকে ।
পাশাপাশি থাকবে এক দৃষ্টিনন্দন মাতৃরূপ ।সমাজের সকল স্তরের মানুষকে আমন্ত্রণ জানাচ্চে চুনাখালী দূর্গা পূজা কমিটি ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584