নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
এবার উত্তরপ্রদেশের হাথরাসের নারকীয় ঘটনার প্রতিবাদে পথে নামল ভারত জাকাত মাঝি পরগণা মহল ৷ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড এলাকায় ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল করা হয় ৷
এই দিন এই মিছিল গোটা চন্দ্রকোনা রোড শহর পরিক্রমা করে চৌরাস্তা মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সারা ভারত জাকাত মাঝি পরগণা মহলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় ৷
পাশাপাশি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলও দাহ করা হয় ৷ এই দিন এই বিক্ষোভ মিছিলে কয়েকশো ভারত জাকাত মাঝি পরগণা মহলের কর্মী -সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায় ৷
আরও পড়ুনঃ ওদলাবাড়িতে হাতির দাঁত উদ্ধার, ধৃত ১
যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো ৷ এইদিন বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন ভারত জাকাত মাঝি পরগণা মহলের নেতৃত্ব বৃন্দ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584