ভোরের সূর্যদয়ের প্রথম স্বরবর্ণর সৌন্দর্য ধীরে ধীরে পূর্ব থেকে পশ্চিমে ছড়ায় সূর্যাস্তের এলোমেলো আকাশের রক্তিম , আভা … সেই তুমি , সেই তুমি । এভাবে মৃত্যু আসে দুয়ারে জন্ম নেয় বিভীষিকাময় রাতের হিংস্রতা । নিরপরাধ আজ দোষী হয়ে গেছে চক্ষু মুদিত ধুলো উড়িয়ে রথ ইচ্ছে নিয়ে পালিয়েছে তুমি তখন চক্ষুহারা না হলে কী এমনটা হতো ? ওগো জীবনের রানী আরও একবার জন্ম দাও নতুন জীবন দাও এ জীবন নিয়ে । চিলেকোঠায় যে তনুজা কথাসাহিত্যের শপথ নিয়ে অলকানন্দা নিয়ে যাওয়ার কথা দিয়েছিল সেই তুমি হাহাকার বুকের ভেতর জ্বলছি আমী কেবল । প্রতীক্ষা করতে করতে অধীর হয়ে মুখ লুকাতে চেয়েছি হাত ধরে কি সে পথে নিয়ে যেতে পারবে প্রিয়লতা?
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584