জাকির হোসেনকে ক্যাবিনেট মন্ত্রী করা হোক, বক্তব্য অধীর চৌধুরীর

0
81

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

আজ বহরমপুর কংগ্রেস কার্যালয় সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। ভোট গণনা শেষে ফলাফলে মুর্শিদাবাদে কংগ্রেস শূন্য, এই প্রসঙ্গে তিনি জানালেন বিধানসভা নির্বাচনে সামশেরগঞ্জে প্রার্থী দিতে চেয়েছিল কংগ্রেস কিন্তু জোট থাকাকালীন হয়নি। তার বক্তব্য এখনও চারটি বিধানসভা কেন্দ্রে ভোট হবে জোটে আমরা আছি, এই বিষয় নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হবে।

Adhir Chowdhury
সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী। নিজস্ব চিত্র

ভবানীপুর প্রসঙ্গে তিনি বলেন, মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী। তিনি ভবানীপুরের মানুষের কাছে ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন কিন্তু মোট ৫৩ শতাংশ ভোট পড়েছে ৪৭ শতাংশ মানুষ ভোটই দেয়নি। এখানেই প্রমাণিত হয় মমতা ব্যানার্জির প্রতি ভবানীপুরের মানুষের যে আবেগ ভালোবাসা সেটা কিন্তু কম পড়েছে।

অপরদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে তৃণমূলের প্রার্থী জাকির হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছে। তাই বলা যেতেই পারে মমতা ব্যানার্জির থেকে জাকির হোসেনের ভোটে জয়লাভের মার্জিন অনেকটাই বেশি। এটাও বলা যায়, জঙ্গিপুর বিধানসভার কংগ্রেস কর্মীরাও জাকির হোসেনকে ভোট দিয়েছে কারণ তার শারীরিক অসুস্থতা এবং তিনি ওখানকার খুব ভালো একজন ছেলে সেই দিকটি লক্ষ্য রেখেই মানুষ হয়তো তাকে প্রায় এক লাখের কাছাকাছি ভোটে জিতিয়েছেন।

আরও পড়ুনঃ রাজ্যের সঙ্গে আর্থিক বিবাদ, কেন্দ্রের কোপে উৎকর্ষ তালিকা থেকে বাদ যাদবপুর

তাই মমতা ব্যানার্জিকে শুধু সম্বর্ধনা দিলে হবে না মুর্শিদাবাদের ছেলে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকেও সম্বর্ধনা দেওয়া উচিত কারণ। তিনি মমতা ব্যানার্জির থেকে বেশি ভোটে জয়লাভ করেছেন, তৃণমূলের নেতারাও বলতে পারবেন না যে কংগ্রেসের কর্মীরা জাকির হোসেনকে ভোট দেয়নি। তাই মুর্শিদাবাদের মানুষ হিসাবে জাকির হোসেনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া দরকার বলেই মনে করেন অধীর চৌধুরী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here