জল ধরো জল ভরো প্রকল্পে চারা পোনা বিতরণ কালিয়াগঞ্জে

0
127

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

মঙ্গলবার কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও মৎস দফতরের ব্যবস্থাপনায় রাজ্য সরকারের জল ধরো জল ভরো প্রকল্পের মাধ্যমে মৎস চাষিদের মাছের চারা পোনা সহ চুন দেওয়া হয়।কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার মৎস চাষীদের মাছের চারা পোনা তুলে দেন।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের মৎস দফতরের আধিকারিক সলিল দাস,সমাজসেবী হিরন্ময় সরকার ,দুলাল রায় সহ অনেকেই।

চারা পোনা বিতরণ। নিজস্ব চিত্র

মৎস আধিকারিক সলিল দাস বলেন চল্লিশ জন মৎস চাষীর প্রত্যেককে একহাজার পিস মাছের পোনা চারা এবং চল্লিশ কেজি করে চুন দেওয়া হয়। মাছের চারা পোনা বিতরনকে কেন্দ্র করে প্রথম দিকে একটু বিতর্ক সৃষ্টি হলেও পরে বিজেপির নেতৃত্বরা তা মিটমাট করে নেয় মৎস চাষিদের সাথে আলোচনা করে।

আরও পড়ুনঃ মকর সংক্রান্তি উপলক্ষে যোগানের চেয়ে বেড়েছে গুড়ের চাহিদা

নিজস্ব চিত্র

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার জানান কালিয়াগঞ্জ ব্লকের গ্রামাঞ্চলে একশো দিনের কাজের মাধ্যমে যারা পুকুর খনন করেছে এই মাছের চারা পোনা সেই সব মাছ চাষিদের দেওয়া হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here