জলঙ্গি পদ্মা নদীর ঘাট নতুন করে লিজ দেওয়া হলো

0
81

সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ

জলঙ্গি ব্লকের পদ্মা নদীর ঘাট নতুন করে লিজ দেওয়া হলো বৃহস্পতিবার।সেই পদ্মা নদীর ঘাট দীর্ঘ দিন বিনা লিজে ছিল ,তার পরে নবান্নের মাধ্যমে টেন্ডার হয়,টেন্ডারের মাধ্যমে জলঙ্গীর জলোপথ সমবায় সমিতি আগামী তিন বছরের জন্য ঘাট লিজ পান।

নিজস্ব চিত্র

এদিন ঘাট পেয়ে সমবায় সমিতির সম্পাদক ধনঞ্জয় বলেন আমরা আগেও ঘাট লিজ নিয়েছি আর সফলতার সঙ্গে ঘাট পরিচালনা করেছি।আগামী দিনে যাতে চরের সাধারণ মানুষের জন্য ভালো কোনো কাজ করা যায় সেই বিষয়ে আমরা উদ্যোগ নিচ্ছি,বিশেষ করে মানুষের চলাফেরার জন্য কোনো গাড়ির ব্যবস্থা করা যায়,তাতে করে চরের মানুষের অনেক উপকার হবে সেই বিষয়ে উচ্চ আধিকারিকদের সঙ্গে আলোচনা করবো।

আরও পড়ুনঃ  ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যার বাড়িতে আচমকা সকেট বোমা বিস্ফোরণ

এদিন জলঙ্গীর বি এল আর ও নীলাঞ্জন দাস সহ বি ডি এম ও সোমনাথ মুখার্জি সহ পুলিশ বাহিনী গিয়ে লিজ নেওয়া সোসাইটির কর্তাদের বুঝিয়ে দেন। সঙ্গে সেই বিষয় বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ মানুষকে জানিয়ে দেন ব্লক প্রশাসন।এমনকি ঘাট নিয়ে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেনো না হয় সেই বিষয়ে সকলকে সতর্ক করেন। জলপথ সমবায় সমিতির আরেক সদস্য রাজদুল ইসলাম বলে আমি আমদের সকল সদস্যদের অনুরোধ করবো যাতে করে সাধারণ মানুষের সঙ্গে যেনো কেও কোনো রকম খারাপ ব্যবহার না করেন। স্থানীয় এক ব্যক্তি বলেন ঘাট লিজ দেওয়ায় ভালো হলো এবার রাস্তা ঘাট গুলো একটু ঠিক করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here