সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
জলঙ্গির পোশাকের হাট চালু হতেই মহামারী করোনা ভাইরাসের আগমন। গোটা দেশবাসী এক অচেনা পরিবেশের সম্মুখীন হয়ে পড়লো। লকডাউন ঘোষণা হলো গোটা দেশজুড়ে। ফলে পোশাকের হাট বন্ধ হয়ে রইলো দীর্ঘ দুবছর, পরে নতুন বছরের শুরুতে স্বপ্ন দেখা শুরু করেন হাট মালিক থেকে শুরু করে ব্যবসায়িক গণ। ২০২২ সালে করোনা বিধিনিষেধ শিথিল হতেই ছন্দে ফিরছে সমস্ত ব্যবসা থেকে শুরু করে কলকারখানা।

জলঙ্গী পোশাকের হাট মালিক ইউসুফ আলী জানান যে, “দীর্ঘ সময় ধরে হাট বন্ধ থাকার কারণে আর্থিক ভাবে ভেঙ্গে পড়েছিলাম। আর এই হাটে শতাধিক দোকান রয়েছে ।তাদের উপার্জনের মাধ্যম এই পোষাকের হাট, যেখানে প্রায় ১৫০ জন ব্যবসায়ী রয়েছে। বিভিন্ন জেলা ছাড়াও দূরদূরান্ত থেকে এসে ব্যবসা করেন তারা। এই ব্যবসার মাধ্যমেই সংসার চলে, ব্যবসায়িকদের অন্য কাজও তেমন জানা নেই যে অন্য কাজ করে সংসার চালাবেন। লকডাউনের ফলে অনেক কষ্টে সংসার চালাতে হয়েছে বলেও জানান।

দীর্ঘ দুইবছর পরে করোনা বিধিনিষেধ স্বাভাবিক হতেই খুশির হাওয়া পোশাকের ক্রেতা ও বিক্রেতা সহ হাট মালিকদের।
আরও পড়ুনঃ কিশোর, কিশোরীদের স্বাস্থ্য, সুরক্ষা সংক্রান্ত নানাবিধ আলোচনা জেলা প্রশাসনের
সাঈদ হোসেন নামের এক ব্যবসায়িক জানালেন, করোনা মহামারীতে অনেক ক্ষতি হয়েছে। মহামারীর কারণে শুধু ঘরে বসে বসে দিন কাটিয়েছি। বিধিনিষেধ স্বাভাবিক হওয়ায় আবারও দুমুঠো খাবার খেতে পাবো একটু ভালো করে, সেই স্বপ্ন দেখছি। আর্থিক সমস্যার কারণে ডোমকলের হারুরপাড়া পোশাকের হাটও বন্ধ করে দিয়েছে হাট মালিক। নতুন করে সমস্ত ব্যবসা বাণিজ্য ঘুরে দাড়াবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584