নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
আমাজন, অস্ট্রেলিয়ার পর ভয়াবহ দাবানলের গ্রাসে জলদাপাড়া অভয়ারণ্য। আগুনের লেলিহান শিখায় আকাশ লাল। দাউদাউ করে জ্বলছে অরণ্যের বিস্তীর্ণ অঞ্চল।
বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যানের ভিতর তোর্ষা নদীর চরের বিস্তীর্ণ তৃণভূমি। ঘটনাটি ঘটে সোমবার রাতে। আনুমানিক আটটা নাগাদ। শুকনো ঘাসের জঙ্গল নিমেষে জ্বলে ওঠে দাউদাউ করে। বনকর্মীদের চেষ্টায় প্রায় ভোর পাঁচ টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।
বনদফতর সূত্রে খবর, তোর্ষা নদীর চরে এই তৃণভূমিই গন্ডারের বিচরণক্ষেত্র। কিন্তু শীতের শেষ নাগাদ ঘাসের জঙ্গল পুরোপুরি শুকিয়ে যাওয়ায় গন্ডাররা তখন নদীর চর থেকে জঙ্গলের দিকে সরে আসে।
না হলে এমন বিধ্বংসী আগুনে অনেক গন্ডারের মৃত্যুর আশঙ্কা ছিল। তবে বড়মাপের প্রাণহানি না হলেও জঙ্গলের বেশ কিছু ছোটখাট জন্তুর মৃত্যু হয়েছে। এদিন আগুন লাগে জলদাপাড়ার মালঙ্গিবিটে। শুকনো ঘাসের জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত।
আরও পড়ুনঃ জ্বলছে জলদাপাড়া জাতীয় উদ্যান
এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মীরা। জঙ্গলে আগুন নেভানোর সমস্ত কৌশলই প্রায় কাজে লাগান বনকর্মীরা। কিন্তু হাওয়ার দাপটের সঙ্গে লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খান বন কর্মীরা।
প্রসঙ্গত, একশৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত জলদাপাড়া অভয়ারণ্য। কাজেই ৮ বর্গ কিলোমিটার আগুনের গ্রাসে চলে যাওয়ায় চিন্তিত পরিবেশপ্রেমীরা। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জলদাপাড়ার ডিএফও কুমার বিমল বলেন, “ নদীতে মাছ ধরতে এসে কেউ জ্বলন্ত বিড়ির টুকরো ছুড়ে ফেলেছিলেন। তার থেকেই আগুন লাগে। ঘাস শুকনো থাকাতেই এমন বিপত্তি। প্রায় ৭০ থেকে ৭৫ হেক্টর জমির জঙ্গল ভস্মীভূত হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584