দীর্ঘ লকডাউনের পর খড়্গপুর ডিভিশনে পুরী শাখায় ফের লোকাল ট্রেন চালু

0
67

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

করোনার জেরে লকডাউনে প্রায় এক বছর পর দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের পুরী শাখায় লোকাল ট্রেন ফের চালু হল। শুক্রবার থেকে জলেশ্বর থেকে ছাড়ল জলেশ্বর-হাওড়া মেমু লোকাল। রেল দফতর পুরোনো সময়েই ট্রেনটি চালাচ্ছে। এদিন বেলদা স্টেশনে ট্রেনটিকে স্বাগত জানানো হয়।

rail service starting | newsfront.co
নিজস্ব চিত্র

চালককে অভিনন্দন জানান বেলদার মানুষ। বেলদার মানুষ দাবি জানিয়ে এসেছিল দ্রুত লোকাল ট্রেন চালু করার জন্য । সেই দাবি মেনে রেল ট্রেন চালু করায় রেল দফতরকে ধন্যবাদ জানিয়েছেন বেলদাবাসী।এদিন ট্রেনটিকে স্বাগত জানাতে একাধিক সংগঠন বেলদা স্টেশনে উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ ঘন কুয়াশায় ফেরি পরিষেবা বিপর্যস্ত, সংকটে যাত্রীরা

চালকের হাতে ফুলের স্তবক দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রসঙ্গত বেলদা রেল স্টেশন থেকে পূর্ব মেদিনীপুরের এগরা, কেশিয়াড়ি, নয়াগ্রাম সহ বেশ কয়েকটি এলাকার মানুষের যাতায়াত। যোগাযোগ করতে পারেন কলকাতা ও হাওড়ার সাথে।

যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়ছিলেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীরা।আন্দোলনকারীদের দাবি, বেলদা-হাওড়া লোকাল ট্রেন দ্রুত চালাতে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here