নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
সারা বিশ্ব করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন কাঁপছে। তখন সরকারী হোমের আবাসিকদের নিয়ে বেজায় বে-ফাঁপড়ে পড়েছেন হোম কর্তৃপক্ষ। যত তাড়াতাড়ি সম্ভব হোমের আবাসিকদের বাড়ি পাঠিয়ে দিতে হবে এমনই নির্দেশিকা ১৭ মার্চ নবান্ন থেকে জারি করা হয় ।
সরকারী বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে । আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় অবস্থিত জলপাইগুড়ি রায়কাটপাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমের বালক বিভাগে ।
আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামেগঞ্জে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা প্রশাসনের
জানা গেছে, আপাতত ১৫ ই এপ্রিল পর্যন্ত হোমটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার । এই সরকারি হোমে মোট ৬৯ জন আবাসিক রয়েছে। তাই নিয়েই কপালে চিন্তার ভাঁজ হোম কর্তৃপক্ষের।
এদিন হোম সুপার পিন্টু দত্ত বলেন, “সরকারি নির্দেশ মতো আমাদের হোমের সকল আবাসিকদের, অভিভাবকদের জানানো হয়েছে । এখানে মোট ৬৯ জনের মধ্যে মাত্র চার জন আবাসিক আছে। আর বাকিদের নিয়ে গেছে । আমরা আশাবাদী বাকিদেরও নিয়ে যাবে । বাকি চারজন না যাওয়া পর্যন্ত, এখানে তাদের সরকারি নিয়ম মেনেই খাওয়া দাওয়া করানো হচ্ছে। শুধু তাই নয়, সমস্ত রকম সুরক্ষা অবলম্বন করা হচ্ছে ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584