১৫ই এপ্রিল পর্যন্ত সরকারি হোম বন্ধ রাখার নির্দেশ নবান্নের

0
130

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সারা বিশ্ব করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কে যখন কাঁপছে। তখন সরকারী হোমের আবাসিকদের নিয়ে বেজায় বে-ফাঁপড়ে পড়েছেন হোম কর্তৃপক্ষ। যত তাড়াতাড়ি সম্ভব হোমের আবাসিকদের বাড়ি পাঠিয়ে দিতে হবে এমনই নির্দেশিকা ১৭ মার্চ নবান্ন থেকে জারি করা হয় ।

govt child home | newsfront.co
সরকারি চাইল্ড হোম। নিজস্ব চিত্র

সরকারী বিজ্ঞপ্তিতে তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে । আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় অবস্থিত জলপাইগুড়ি রায়কাটপাড়া চাইল্ড ওয়েলফেয়ার হোমের বালক বিভাগে ।

child home | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ করোনা নিয়ে গ্রামেগঞ্জে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা প্রশাসনের

জানা গেছে, আপাতত ১৫ ই এপ্রিল পর্যন্ত হোমটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার । এই সরকারি হোমে মোট ৬৯ জন আবাসিক রয়েছে। তাই নিয়েই কপালে চিন্তার ভাঁজ হোম কর্তৃপক্ষের।

Pintu Dutta | newsfront.co
পিন্টু দত্ত,হোম সুপার। নিজস্ব চিত্র

এদিন হোম সুপার পিন্টু দত্ত বলেন, “সরকারি নির্দেশ মতো আমাদের হোমের সকল আবাসিকদের, অভিভাবকদের জানানো হয়েছে । এখানে মোট ৬৯ জনের মধ্যে মাত্র চার জন আবাসিক আছে। আর বাকিদের নিয়ে গেছে । আমরা আশাবাদী বাকিদেরও নিয়ে যাবে । বাকি চারজন না যাওয়া পর্যন্ত, এখানে তাদের সরকারি নিয়ম মেনেই খাওয়া দাওয়া করানো হচ্ছে। শুধু তাই নয়, সমস্ত রকম সুরক্ষা অবলম্বন করা হচ্ছে ।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here