নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
করোনার দ্বিতীয় ঢেউ প্রতিদিন চিন্তা বাড়াচ্ছে ডাক্তার, প্রশাসন, স্বাস্থ্য কর্মীদের। রাজ্যে হুহু করে বাড়ছে সংক্রমন। কিন্তু হেলদোল নেই মানুষের। মনের সুখে মাস্ক পরা ছেড়েছেন তাঁরা, মানছেন না কোনো কোভিড বিধিই। তার মাঝে চলছে ভোট। এবার করোনা আক্রান্ত হলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডা: প্রদীপ কুমার বর্মা।
মঙ্গলবার সংক্রমিত হওয়ার পর শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
বুধবার দুপুরে প্রদীপ বাবুর সমর্থনে প্রচার করতে জলপাইগুড়ি যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে জ্বর হওয়ায় হোম আইসোলেশনে ছিলেন প্রার্থী প্রদীপ বর্মা।
আরও পড়ুনঃ ‘ভারতে অন্তত ৫০% লোকের শৌচালয় নেই’, অমিত শাহকে তুলোধোনা বাংলাদেশের বিদেশমন্ত্রীর
মঙ্গলবার পরীক্ষার ফল আসে পজিটিভ। এবার প্রচারে মাস্ক পরা বাধ্যতামূলক করল সব দলই।করোনা আক্রান্ত হয়েছেন করিমপুরের বিজেপি প্রার্থী সমরেন্দ্র নাথ ঘোষও। রাজনাথ সিং এর সভায় আরটিপিসিআর পরীক্ষায় জানা যায় তিনি করোনা আক্রান্ত। তাঁর সংস্পর্শে আসায় আরও সাত জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584