মালদার মানিকচক থানার কার্কিবাদ্ধা গ্রামে একটি অজগর সাপের সাবক উদ্ধার

0
73

সোমবার মালদার মানিকচক থানার মথুরাপুর গ্রাম পঞ্চায়েত কার্কিবাদ্ধা গ্রামে একটি অজগর সাপের সাবক উদ্ধার কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ।এদিন দুপুরে স্থানীয় এক ব্যাক্তির মাছ ধরার জালে আটকা পড়ে সাপটি।


এদিন দুপুরে স্থানীয়দের নজরে ঘটনাটি আসে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ও বন দপ্তরের কতারা ছুটে আসে। উদ্ধার হওয়া সাপের বাচ্চাটি নিয়ে যায়।
ঘটনা সম্পর্কের বিকি কর্মকার নামের এক স্থানীয় ব্যক্তি বলেন, আমাদের গ্রাম পাশ দিয়ে বয়ে গেছে ফুলহর নদী । আজ সকালে কয়েক জন জেলে নদীতে মাছ ধরছিল সেই সময় তাদের জালে এই সাপটি ওঠে । আমাদের অনুমান সাপ কোন ভাবে নদীর জলে ভেসে চলে এসেছে। উদ্ধার হওয়া সাপটিকে দেখে মনে হয়ছে এটি অজগর সাপের সাবক। সাপটি প্রায় তিন ফুটের । এই খবরটি জানাজানি হতেয় গ্রামের প্রচুর মানুষ ভিড় জমায় সাপটিকে দেখতে।
এই প্রসঙ্গে মানিকচক ব্লক বিডিও মহঃ আলি রুগি ফোনে জানায় ঘটনার খবর তারা পেয়েছে । মানুষ যাতে আতঙ্কিত না হয় তার জন্য সাথে সাথে মানিকচক থানা পুলিশ ঘটনা স্থলে যায় । পাশাপাশি বন দপ্তরে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা সাপটি কে উদ্ধার করে নিয়ে যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here