লাটাগুড়িতে হাসপাতালের দাবিতে 2৯ শে জানুয়ারি স্বাস্থ্য ভবন অভিযান

0
119

রোহিত পাশি, মালবাজার, জলপাইগুড়ি : লাটাগুরি ডুয়ার্সের এক অন্যতম টুরিস্ট সেন্টার, এখানেই অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান, দেশ বিদেশের বহু পর্যটকদের এক ভ্রমণ স্থল এই লাটাগুরি। এখানকার জনবসতি প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার, এখানকার মানুষের বহুদিনের দাবি যে এখানে একটি হাসপাতাল গড়ে উঠুক। তবে বিগত সরকার বা বর্তমান সরকার এই বিষয়ে কেন কোনো উদ্যোগ নেয় নি, পরিষ্কার নয় এখানকার মানুষের কাছে। তাই আবার সেই দাবি উঠেছে, ওঠার কারণও আছে এই গরুমারা জাতীয় উদ্যানে আছে বিভিন্ন বন্যপ্রাণী, যেমন হাতি,এক শৃংগ গন্ডার, বাইসন, লেপার্ড, বন শুকর ও বিভিন্ন বিষধারী সাঁপ। যা মানুষের জন্য বিপজ্জনক, কারণ যে হারে উন্নয়নের নামে বন ধংস করে হোটেল বা রিসর্ট তৈরি বা চোরাশিকারী দ্বারা বন ধংস চলছে কাঠ মাফিয়াদের দ্বারা, তার ফলে বিভিন্ন সময়ে বন্যপ্রাণী লোকালয়ে চলে আসছে, খাদ্যের খোঁজে। আর সেখানেই ঘটছে মানুষের সাথে বন্যপ্রাণীদের সংঘর্ষ এরফলে বিভিন্ন মানুষের প্রাণ হানী ঘটেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে অনেক সময়। কোন কোন ক্ষেত্রে সময় মত হাসপাতালে না পৌছানোর জন্য অনেকেই মৃত্যুর কবলে পড়েছে। কোন মহিলা গর্ভবতী হলে তাকেও সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

এই লাটাগুরি থেকে বেশি দুর নয় ক্রান্তি এলাকা যেখানে বাড়ি পদ্মশ্রী করিমুল হকের, যিনি নিজের মা কে সময় মত হাসপাতালে না নিয়ে যাবার কারণেই মা কে হারিয়েছেন। লাটাগুরিতে কোনো চিকিৎসা কেন্দ্র নেই ভাবলে অবাক হয়ে যান এখানে ঘুরতে আসা পর্যটকেরাও,, এই তো কিছুদিন আগে নারদা কর্তা স্যামুয়েল সাহেব এসেছিলেন উনিও এই বিষয়ে সোস্যাল মিডিয়াতে প্রতিবাদ জানিয়েছেন। উনি নিজেই উপভোগ করতে পেরেছেন কারণ হাসপাতালের সাথে সাথে লাটাগুরিতে কোনো ATM পরিষেবা নেই 24 ঘন্টায়, যা আছে শুধুমাত্র একটি ATM তাও আবার অফিস টাইমের মত সকাল 10 টায় খোলে ও সন্ধ্যায় 5 টায় বন্ধ সেন্ট্রাল ব্যাংক এর। তাও আবার সব সময় টাকা পাওয়া যায় না, এর জন্য পর্যটকদের সমস্যায় পড়তে হচ্ছে, কারণ লাটাগুরি থেকে হয় মালবাজার হাসপাতাল নতুবা জলপাইগুড়ি হাসপাতাল যেতে হবে। যার দু-দিক এর দুরত্ব প্রায় 30 থেকে 35 কিলোমিটার দূরে। তাই কারোর যদি এমারজেনসি কোনো সমস্যা হয় তাকে হাসপাতাল পৌছানোর জন্য অনেক কষ্ট করতে হয়। তাই এখানকার মানুষের এই হাসপাতাল গড়ে ওঠার দাবিকে সমর্থন করে এই আন্দোলনের সাথে একমত সহমত পোষণ করছি। এবং সমাজের সকল শুভবুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতা কাম্য করছি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here