নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
জলসা মুভিজের নয়া উদ্যোগ ‘জলসা মুভিজ অরিজিনালস’। এর পথ চলা শুরু হতে চলেছে ১৫ নভেম্বর থেকে ঠিক রাত ৮ টায়। এখন প্রশ্ন হল ঠিক কী দেখানো হবে এই ‘জলসা মুভিজ অরিজিনালস’এ? সিনেমা, সিরিয়াল নাকি শর্ট ফিল্ম? এই তিনটি প্ল্যাটফর্মের কথাই মনের মাঝে ঘুরপাক খাচ্ছে কৌতূহলী দর্শকের। না, এই তিনটের মধ্যে কোনওটিই নয়।
বাংলার নাটককে বাঁচিয়ে রাখতে জলসা মুভিজের এই উদ্যোগ। বাংলা নাটককে আধুনিক রূপ দিয়ে তাকে টিভির পর্দায় তুলে ধরার বাসনা থেকেই হাজির হতে চলেছে ‘জলসা মুভিজ অরিজিনালস’। বাংলায় রচিত যেসব নাটক মঞ্চসফল এবং যেগুলি নিয়ে বড় পর্দাতেও কাজ হয়েছে সেই সব নাটককে টেলিভিশনে তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং বলে মনে করেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।
চ্যানেলের পক্ষ থেকে এদিন একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়। হাজির ছিলেন এই উদ্যোগের অন্যতম সদস্য তথা প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়, অভিনেত্রী শাঁওলি চট্টোপাধ্যায়, অভিনেতা বিশ্বনাথ বসু, নীল মুখোপাধ্যায়, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী।
শুরুতেই দেখানো হবে নাটক ‘অ্যান্টনি কবিয়াল’। পর্তুগিজ ব্যবসায়ী হেন্সম্যান অ্যান্টনি ছিলেন বাংলা ভাষার কবি। তিনি কবিগান গাইতেন। তাঁর কাছে ধর্মের স্থান ছিল না। মানব ধর্মের প্রতি কেবল আস্থা ছিল তাঁর। তাঁর জীবনকে কেন্দ্রে রেখে বিধায়ক ভট্টাচার্যের কালজয়ী নাটক অবলম্বনে তৈরি হয় বাংলা ছবি ‘অ্যান্টনি ফিরিঙ্গি’। পরিচালক ছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায়। সেই ফিরিঙ্গি সাহেবকে ফের ফিরিয়ে আনছে জলসা মুভিজ অরিজিনালস।
আরও পড়ুনঃ বারো মিনিটে বন্দি শ্রীলেখা-শিলাজিতের ‘টুয়েলভ সেকেন্ডস’
তবে, সেই ছবির সঙ্গে ‘অ্যান্টনি কবিয়াল’-এর মিল খুঁজতে বারণ করেছেন অভিনেতা সাহেব চট্টোপাধ্যায়। তিনি জানান, “বুম্বা দা (প্রসেনজিত চট্টোপাধ্যায়) আমাকে অ্যান্টনি কবিয়ালের চরিত্রের জন্য সিলেক্ট করেছেন। কমলেশ্বর দা’র সঙ্গে আমার এটা প্রথম কাজ।
অ্যান্টনি কবিয়াল কোনওভাবেই সিনেমার মতো নয়। একদম স্বতন্ত্র প্রয়াস এটা। এক্সপেরিমেন্টাল প্রজেক্ট। তিনটে ক্যামেরায় শুট হয়েছে আমাদের। এটা একটা মিউজিক্যাল প্রজেক্ট। আমি নিজেও গান গেয়েছি। গানগুলি দোহারের কম্পোজ করা। বেশিরভাগ কথাই প্রচলিত। আমি এই প্রথম সুর দিলাম৷ আমি দোহারকে অনুরোধ জানাই আমাকে যাতে সুর করার একটা সুযোগ দেওয়া হয়। ওরা আমাকে সানন্দে বরণ করে। খুব বেশি মহড়ার সময় ছিল না। তাই কাজটা বেশ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে। মঞ্চে নাটক করতে যাওয়ার আগে অনেক সময় পাই আমরা মহড়ার। জলসা মুভিজ অরিজিনালস-এ থিয়েটারের শিল্পীদের গুরুত্ব দেওয়া হবে৷ এটা একটা দারুণ পদক্ষেপ বলে মনে হয়েছে আমার।”
আরও পড়ুনঃ ‘মৃগয়া’র শুভ মহরৎ সুসম্পন্ন
শাঁওলি চট্টোপাধ্যায়কে দেখা যাবে এই নাটকে সৌদামিনীর চরিত্রে। শাঁওলি জানান, “স্কুলজীবন থেকেই আমার থিয়েটার জীবন শুরু হয়। একটু বড় হওয়ার পর চিনেছিলাম অ্যান্টনিকে, সৌদামিনীকে। সেই সৌদিনীর চরিত্রে নিজেকে দেখতে চলেছি ভাবলেই শিহরণ জাগে। কমলেশ্বর দা’র সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ। সিনেমার ফরম্যাটে নাটক! শুনেই অবাক হয়ে গেছিলাম আমি। জুম কলে থিয়েটার রিহার্সাল করেছি আমরা। এও ছিল এক অন্য অনুভূতি, অন্য অভিজ্ঞতা।”
‘অ্যান্টনি কবিয়াল’ দেখানো হবে ১৫ নভেম্বর রাত ৮ টায়, জলসা মুভিজে। বিশ্বনাথ বসুকে দেখা যাবে ‘জয় মা কালী বোর্ডিং’ নাটকে। তাঁর কথায়, “যে থিয়েটারের নাম শুনে এবং দেখে বড় হয়েছি, সেই সব মঞ্চ সফল নাটক এবার টেলিভিশনে! ব্যাপারটা অনেকটাই অন্যরকম। অনেক নাটক অনেকে দেখেওনি। কেবল নাম শুনেছে। আমিও তেমনই একজন। এবার সেই অপূর্ণতা পূর্ণ হবে। দেখব, অভিনয়ও করব।”
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, “নাটকের একঝাঁক অভিনেতারা থাকবে। তাদের এই সুযোগ করে দিয়েছে জলসা মুভিজ ও জলসা মুভিজ এইচ ডি। নিঃসন্দেহে এ এক দারুণ উদ্যোগ। আমার এন আইডিয়াজ এর সঙ্গে যুক্ত হতে পেরে খুশি। নাটকের গুরুত্ব মানুষের জীবন থেকে হারিয়ে যেতে পারে না। তাকে বাঁচিয়ে রাখা আমাদের দায়িত্ব। জলসা মুভিজের এহেন অভিনব উপায়ে বাংলা নাটককে বাঁচিয়ে রাখার প্রয়াসকে আমি স্যালুট জানাই।”
কমলেশ্বর মুখোপাধ্যায় জানান, “এন আইডিয়াজ না থাকলে এত সহজে সম্ভব হত না এতকিছু। দারুণ কমফর্ট জোন-এ, অসম্ভব সাবধানতার সঙ্গে কাজ করছে টিম।
উদ্যোগ নেওয়ার পর চারটে নাটককে চিন্তা করি আমরা। অ্যান্টনি কবিয়াল, ব্যাপিকা বিদায়, জয় মা কালি বোর্ডিং, শ্রীমতি ভয়ঙ্করী। এগুলি একসময় দারুন জনপ্রিয় ছিল মঞ্চে। সিনেমাও হয় এগুলি নিয়ে। এবার টিভিতে। খরাজ, সাহেব নিজেদের গান নিজেরাই গেয়েছেন। আর সেগুলি আর্কাইভ হয়ে থাকার মতো।”
‘ব্যাপিকা বিদায়’-নাটকে থাকবেন বিদীপ্তা চক্রবর্তী, অনন্যা সেনগুপ্ত সহ আরও অনেকে। ‘জয় মা কালী বোর্ডিং’-এ রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, বিশ্বনাথ চক্রবর্তী, শ্যামাশিস পাহাড়ি। অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অসামান্য অভিনেতাকেও দেখা যাবে এই জার্নিতে ৷ নীল মুখোপাধ্যায় রয়েছেন ‘শ্রীমতি ভয়ঙ্করী’তে। তাঁর কথায়, বাংলা থিয়েটারকে সংরক্ষণ করার চেষ্টা করছে জলসা মুভিজ। আমার মতে এর একটা আর্কাইভার ভ্যালু আছে। অভিনব ঢঙে নাটকগুলি দেখবেন দর্শক।”
১৫ নভেম্বর থেকে প্রতি রবিবার রাত ৮ টায় দেখুন ‘জলসা মুভিজ অরিজিনালস’ জলসা মুভিজ এবং জলসা মুভিজ এইচ ডি-তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584