নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
ওটিটি-তে এবার রাঁধুনির আগমন। রাঁধুনির নাম অয়ন। শহর থেকে দূরে সে একটা রিসর্ট চালায়। তার রন্ধন ক্যারিশ্মার কথা জেনে বহু ফুড চেন তাকে নিজেদের কোম্পানিতে আমন্ত্রণ জানালেও অয়ন তাতে রাজি হয় না।
বরং নিজের রিসর্টে সে বিভিন্ন ফুড চেনের মানুষদের আমন্ত্রণ জানায় এবং ডিনার পার্টির আয়োজন করে। এমনভাবেই একদিন অয়নের আমন্ত্রণে পাঁচজন আসে রিসর্টে। আর তারপর থেকেই ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক এবং ভয়াবহ ঘটনা। এই ঘটনা ধরেই এগোয় ‘শেফ’-এর গল্প৷
আরও পড়ুনঃ ‘ফিরকি’ ফেরানোর দাবিতে সোচ্চার সোশ্যাল মিডিয়া
শেফ অয়নের ভূমিকায় অভিনয় করেছেন জ্যামি বন্দ্যোপাধ্যায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন অরিন্দম কর্মকার, সুস্মিতা সাহা, করিশ্মা রায়, ইন্দ্রজিৎ মিত্র ও সোমক বসু। সিরিজের কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন অন্তরা বন্দ্যোপাধ্যায়। পরিচালনায় সৌমাভ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ জিনিয়ার লেখনীতে সারোগেট সিঙ্গল ফাদার
আরও পড়ুনঃ এ আর রহমানের সুরে ইমনের প্রথম হিন্দি সিঙ্গল ‘নেহি সামনে’
সিরিজের সঙ্গীত পরিচালনায় ইন্দ্রনীল সামন্ত ও সৌমাভ। সম্পাদনায় ইন্দ্রনীল। চিত্রগহণ করেছেন সঞ্জয় ভট্টাচার্য।
নতুন বছরের প্রথম মাসেই ওটিটি প্ল্যাটফর্ম ‘চসকা’তে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘শেফ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584