নিজস্ব সংবাদদাতা, কাশ্মীরঃ
৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীর উপত্যকায় প্রথম ভোট, কড়া নিরাপত্তায় চলছে ভোট গ্রহণ। ডিস্ট্রিক ডেভেলপমেন্ট কাউন্সিলের মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে উপত্যকায়। ভোটগ্রহণ পর্ব শেষ হবে ১৯ ডিসেম্বর, ফলপ্রকাশ ২২ ডিসেম্বর।
জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের ২৮০ টি আসনের মধ্যে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে শনিবার সকাল ৭টা থেকে, মোট ৪৩ টি আসনের ভোটগ্রহণ হবে এই পর্বে, চলবে দুপুর দু’টো পর্যন্ত। করোনা আক্রান্তরা ভোট দিতে পারবেন শেষ এক ঘন্টায়।
আট দফার মধ্যে এই পর্বে ডিডিসির মোট ৪৩ আসনে ভোটগ্রহণ চলছে এই মুহূর্তে, যার মধ্যে ২৫টি কাশ্মীরে এবং ১৮টি জম্মুতে। এই পর্বের ভোটে মোট প্রার্থী ২৯৬ জন, তার মধ্যে মহিলা ৮৯। বৈধ ভোটারের সংখ্যা ৭ লক্ষ।
আরও পড়ুনঃ বিক্ষোভে উত্তরপ্রদেশ রাজস্থানের কৃষকরাও, দাবি না মানা পর্যন্ত আন্দোলনের হুঁশিয়ারি
বিশেষ মর্যাদা বাতিলের পরবর্তী পর্যায়ে এই প্রথম কোনও নির্বাচন হচ্ছে কাশ্মীরে, স্বাভাবিকভাবেই উপত্যকা মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। ১৪৫ কোম্পানি অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বাড়ানো হয়েছে পাক সীমান্ত নজরদারিও।
কাশ্মীরের ভেতরেও বাড়ানো হয়েছে নাকা তল্লাশি। সব মিলিয়ে নিরাপত্তার কোনওরকম খামতি রাখেনি প্রশাসন। ৩৭০ ধারা বাতিলের পর কাশ্মীরের বর্তমান পরিস্থিতি ও উপত্যকার বাসিন্দারা কী চাইছেন সবটাই স্পষ্ট হবে ২২ ডিসেম্বর।
আরও পড়ুনঃ আশঙ্কা সত্যি করে অর্থনৈতিক ইতিহাসে প্রথমবার আর্থিক মন্দার কবলে দেশ
পিডিপি ন্যাশনাল কনফারেন্স-সহ কাশ্মীরের বিভিন্ন ছোট রাজনৈতিক দলের যে জোট অর্থাৎ গুপকার জোটের অন্যতম নেত্রী মেহবুবা মুফতি অভিযোগ জানিয়েছেন তাঁদের প্রার্থীদের ঠিকমতো প্রচার করতে দেওয়া হয়নি, যদিও অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন।
কংগ্রেস প্রথমে গুপকার জোটের অংশ থাকলেও, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতার জন্য পরে পিছিয়ে এসেছে। এই নির্বাচনে লড়াই মূলত গুপকার জোট এবং বিজেপির মধ্যে। সারা বিশ্বের নজর রয়েছে বিশেষ মর্যাদাহীন উপত্যকার এই নির্বাচনের ওপর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584