স্বাধীনতার ৭৫ বছরে ৭৫ কণ্ঠে শোনা গেল ‘জন গণ মন’

0
138

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

ভারতের ৭৫তম স্বধীনতা দিবসে ৭৫ জন শিল্পীর কণ্ঠে শোনা গেল ‘জন গণ মন’। শুভদীপ ও চিরন্তনের পরিচালনায় নতুনভাবে নতুন রূপে ভারতবাসীর কাছে পৌঁছালো ‘জন গণ মন’। স্বাধীনতার পঁচাত্তর বছরে পঁচাত্তর জন বিশিষ্ট শিল্পীর সমন্বয়ে শ্রুতিবৃত্ত-র নিবেদনে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন গণ মন’-র পূর্ণাঙ্গ গানটি প্রকাশ করার অভিনব উদ্যোগ নেন শুভদীপ চক্রবর্তী ও চিরন্তন ব্যানার্জি।

Iman Chakraborty
ছবি: সংগৃহীত

শুভদীপ-চিরন্তনের পরিচালনায় এই সঙ্গীত শোনা যায় উষা উত্থুপ, অনুপম রায়, ইমন চক্রবর্তী, লগ্নজিতা, সোমলতা, ইন্দ্রানী সেন, জোজো, রূপঙ্কর বাগচী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্য, সুরজিৎ চট্টোপাধ্যায়, সিধু, প্রবুদ্ধ রাহা, অদিতি গুপ্ত, মনোজ মুরলি নায়ার, ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, শমীক পাল সহ এই তরুণ প্রজন্মের সমস্ত সংগীতশিল্পীদের কণ্ঠে। শুধু তাই নয় সাঙ্গীতিক এই প্রয়াসে সামিল হয়েছেন বাচিক শিল্পীদের মধ্যে সতীনাথ মুখোপাধ্যায়, সুমন্ত্র সেনগুপ্ত, প্রণতি ঠাকুর, শোভনসুন্দর বসু, রায়া ভট্টাচার্য, মধুমিতা বসু, মৌনিতা চট্টোপাধ্যায়, অন্তরা দাস সহ আরও অনেকে।

চলচ্চিত্র শিল্পীদের মধ্যে এই গানে কণ্ঠ মিলিয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী, দেবশ্রী রায়, পরিচালক গৌতম ঘোষও। এই গানের ভিডিওটিতে রয়েছেন নৃত্যগুরু থাঙ্কমনি কুট্টি ও তনুশ্রী শংকর, ডোনা গঙ্গোপাধ্যায়দের সঙ্গে রয়েছেন অর্ণব বন্দ্যোপাধ্যায় , দীপতাংশু পাল, গার্গী নিয়োগী, রুদ্রাভ নিয়োগী, ঝিনুক মুখার্জী, শতাব্দী আচার্য ,রুমেলি, কঙ্কনা, অপরূপা সহ বিভিন্ন ঘরানার নৃত্যশিল্পীরা। চিরন্তনের পরিচালনায় ও শুভদীপের ভাবনায় এই গানের ভিডিওর মধ্যে উঠে এসেছে বৈচিত্রের মধ্যে ঐক্যের চিরকালীন বার্তা।

Music artist
ছবি: সংগৃহীত

এই গানের ভিডিওটিতে দৃশ্যনির্মান ও সম্পাদনার দায়িত্বে ছিলেন অরুনাভ খাসনবিস। শব্দগ্রহণ ও মিশ্রনের দায়িত্বভার নিজের কাঁধে নিয়েছিলেন এস গোপাল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের আজাদী কি অমৃত মহোৎসব-অনুষ্ঠানে এই গানটি পরিবেশিত হয়েছে।

আরও পড়ুনঃ আসছে সাসপেন্স থ্রিলারে মোড়া ‘60এর পরে’

একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। গানটি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায়চৌধুরী। ১৫ অগাস্ট আড্ডাটাইমসের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় শুভদীপ-চিরন্তন পরিচালিত ‘জন গণ মন’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here