নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বছর কয়েক আগে এক স্বাধীনতা দিবসে জাতীয় সঙ্গীত নিয়ে দারুণ এক পদক্ষেপ নেন সোনু নিগম এবং বিক্রম ঘোষ। সেটিকে এবার আরও একবার সর্বসমক্ষে নিয়ে এলেন বিক্রম ঘোষ।
‘জন গণ মন- দ্য সোল অফ ইন্ডিয়া’-তে সোনু নিগম এবং বিক্রম ঘোষের সঙ্গে কণ্ঠ দান করেছেন ওস্তাদ রশিদ খান, কৌশিকী চক্রবর্তী, পাপন, উন্নিকৃষাণ, নীত মোহন, নুরান সিস্টার্স।
তবলা এবং উড়ু বাজিয়েছেন বিক্রম ঘোষ। রিদম প্রোগ্রামিং-এও তিনিই। সঙ্গে কণ্ঠও দান করেছেন রবি ঠাকুরের এই গানে। মোহন বীণা বাজিয়েছেন বিশ্ব মোহন ভাট।
আরও পড়ুনঃ জন্মাষ্টমীতেই এল ‘রাধা’
সন্তুর বাজিয়েছেন তরুণ ভট্টাচার্য। বাঁশিতে রনু মজুমদার, সেতারে পূর্বায়ণ চ্যাটার্জি। প্রোজেক্ট এবং প্রোগ্রামিং-এ পুলক সরকার। ভিডিও ডিরেকশন-এ রিঙ্গো ব্যানার্জি। প্রযোজনায় ‘বিক্রম ঘোষ অ্যাকাডেমি অফ পারফর্মিং আর্টস’।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584