কবিতা আর কবির কথায় ভাস্বর ‘জনান্তর’ কবি সম্মেলন

0
124

শুভদীপ ভট্টাচার্য, বহরমপুরঃ

অতিক্রান্ত দু’বছরের ধারাবাহিকতায় ‘জনান্তর’ পত্রিকার সম্পাদক অনন্ত চৌধুরীর উদ‌্যোগে বহরমপুর রবীন্দ্রসদনে কবি সম্মেলনের আয়োজনের মাধ‌্যমে, শিল্পী-সাংস্কৃতিক কর্মীদের সম্মান জানিয়ে দেওয়া হল সম্বর্ধনা। রোজ রোজ শিল্পীর জন্ম এবং মৃত‌্যু পশ্চিমবঙ্গের একটি চিরচেনা চিত্র। সহযোগীতার অভাব, উৎসাহ দানে নিমরাজি মানসিকতা, তীব্র সাংসারিক অনটন বা টিকে না থাকতে পারার মানসিক তীব্র যন্ত্রণা রাজ‌্যজুড়ে স্বপ্ন দেখবার অঙ্গীকারে আবদ্ধ কবি, শিল্পী, সাহিত‌্যিক, গায়ক, নাট‌্যকার, নৃত‌্যশিল্পী, বাচিক শিল্পী, চিত্রকার কিংবা সিনেমা পরিচালকেরা রোজ জন্মে এবং মারা যায়। এর বিরুদ্ধে সাধ‌্যানুযায়ী সম্মান প্রদান ও প্রতিষ্ঠানের বাইরের শিল্পীর অস্তিত্ত্ব টিকিয়ে রাখতে সম্বধর্না জ্ঞাপনে ব‌্যাতিক্রমী সাহসী পদক্ষেপ অনন্ত চৌধুরীর। উৎপল বসু এবং বিকাশ সরকারের উপস্থিতি ও তত্ত্বাবধানে কবি সম্মেলনের সুচনা হয়। কবি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি অমিতাভ মিত্র, চিত্রশিল্পী আলবার্ট অশোক,উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট কবি ফাল্গুনী চক্রবর্তী প্রমুখ।
কবি সম্মেলনে সমবেত কবিতা পাঠ করেন শহরের বাচিক শিল্পী সংস্থা অমৃতকুম্ভের সদস‌্যরা।নৃত‌্য গীত সিনেমা নানা ক্ষেত্রের খ‌্যাত-অখ‌্যাত প্রতিভাবানদের দেওয়া হয় সম্মান সংবর্ধনা। অনুষ্ঠিত হয় পারফর্মিং আর্ট।

নিজস্ব চিত্র

আর কবি সম্মেলন যখন, তখন কবিতা থাকেই। কবিতা পাঠে হলকে মুখর করে তোলেন কবিরা কথার পর কথা সাজিয়ে। উৎপল গুপ্ত, খালেদ নৌমান, নাসের হুসেন, গোপাল বাইন, সমীরণ ঘোষেদের শব্দের পর শব্দের গাঁথুনিতে কবিতার শরীর মুগ্ধ করে শ্রোতাদের। একইসাথে প্রচুর নবীন কবিও করেন পাঠ, তাদের অনুভুতির’পর শব্দ বসিয়ে।অনুপ চক্রবর্তীর ‘নাঈয়া’ গানের পালে হাওয়া লাগিয়ে বহমান করে তোলে সময় ও শ্রোতাদের মনকে। সুর, তাল, লয়, ছন্দ পেরিয়ে ‘যুগাগ্নি’র নাট‌্য পরিবেশনের মাধ‌্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here